কলকাতা: ওমিক্রন (Omicron) উদ্বেগের মাঝে নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের (Department of Health and Family Welfare - West Bengal)। আন্তর্জাতিক বিমান যাত্রীদের (International Airlines Passenger) জন্য নয়া নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, “বিমানবন্দরে জিনোম সিকোয়েন্সিংয়ের (Genome sequencing) জন্য নমুনা সংগ্রহ নিশ্চিত করতে হবে। করোনা আক্রান্তের (Covid19) হদিশ মিললে প্রাতিষ্ঠানিক আইসোলেশন (Isolation) বাধ্যতামূলক।’’ আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত প্রাতিষ্ঠানিক আইসোলেশন থাকা বাধ্যতামূলক। আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের। 


কলকাতায় আয়ারল্যান্ড ফেরত আরও ১ জনকে ঘিরে ওমিক্রন (Omicron) -সন্দেহ। আয়ারল্যান্ড ফেরত মহিলার করোনা রিপোর্ট (Corona Positive) পজিটিভ, বেলেঘাটা আইডিতে (Beleghata ID Hospital) ভর্তি করা হয়েছে তাঁকে। ওমিক্রন-সন্দেহে (Omicron) ডাবলিন ফেরত আরেকজনকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। এই পরিস্থিতি সতর্কতা অবলম্বনে আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর (Department of Health and Family Welfare - West Bengal)। 


কোভিডের (Covid-19) ওমিক্রন ভ্যারিয়েন্ট (Omicron Variant) ডেল্টার (Delta) থেকে তিনগুণ বেশি সংক্রামক। এর জন্য ওমিক্রন মোকাবিলায় কড়া পদক্ষেপ প্রয়োজন, এই বলে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health)।  পাশাপাশি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ, পরিস্থিতি মোকাবিলায় জেলা ও স্থানীয়স্তরে কনটেনমেন্ট জোন করা যেতে পারে। প্রশাসন সূত্রে খবর, সব রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি পাঠিয়ে এই সতর্কবার্তার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ। 


এদিকে দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও বাড়ল আক্রান্তের সংখ্যা।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩১৭ জন। মঙ্গলবার ওই সংখ্যা ছিল ৫ হাজার ৩২৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৫৩।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার ৩২৫ জনের।  মোট আক্রান্তের সংখ্যা  ৩ কোটি ৪৭ লক্ষ ৫৮ হাজার ৪৮১।   


আরও পড়ুন: Jalpaiguri Corona News : 'অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যু', মনে করাল দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ দিন