প্রকাশ সিনহা ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা: সময় হিসেবে ভরা বর্ষা (Monsoon)। কিন্তু সে ভাবে বৃষ্টি কোথায়? এবার হয়তো মিটতে পারে বৃষ্টির ঘাটতি, আশায় নানা মহল। কারণ আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি নিম্নচাপ (depression) পরিণত হতে চলেছে গভীর নিম্নচাপে। তার জেরে আজ থেকে পরশু অর্থাৎ ২ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির (Heavy rainfall) সম্ভাবনা থাকছে। আগামীকাল, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হওয়ার কথা। এর মধ্যে, দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া দফতর। 


আর কী জানা গেল?
সকালেই জানানো হয়েছিল, উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে এসেছে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, পাতিয়ালা, গোরক্ষপুর, গয়া ,বাঁকুড়া, দিঘা ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে উত্তর আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত, জানিয়েছিল আবহাওয়া দফতর। সঙ্গে পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি বুধবার পর্যন্ত। ওড়িশা ও উপকূল সংলগ্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ। কখনও আবার পুরোপুরি মেঘলা আকাশ থাকবে।


অন্য দিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আপাতত দু-তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোনও জেলাতেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। তখন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯১ শতাংশ। 


 


আরও পড়ুন:অভিষেকের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিল হাইকোর্টে