সুমন ঘড়াই, কলকাতা: দেউচা পাঁচামি প্রকল্প (Deucha Pachami Coal Block) নিয়ে নবান্নে (Nabanna) বৈঠক। প্রকল্প বিরোধী সংগঠনগুলির মহাসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, প্রকল্প এবং ক্ষতিপূরণ নিয়ে বিশদ আলোচনা হয় বৈঠকে।


দেউচা পাঁচামি প্রকল্পের বিরোধিতা হচ্ছে


বীরভূমে (Birbhum News) দেউচা-পাঁচামি কয়লাখনি প্রকল্পে ইতিমধ্যেই জমিদাতাদের ক্ষতিপূরণ দিতে শুরু করেছে রাজ্য সরকার। উল্টো দিকে এখনও এই প্রকল্পের বিরোধিতা করছে একাধিক সংগঠন। প্রকল্পের জট কাটাতে বুধবার নবান্নে, দেউচা পাঁচামি কয়লা উত্তোলন বিরোধী সংগঠনগুলির মহাসভার সঙ্গে বৈঠকে বসে রাজ্য সরকার। মহাসভার ৯ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব।


নবান্ন সূত্রে খবর, মহাসভার প্রতিনিধিদের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, কেন আন্দোলন চলছে? তখনই মহাসভার প্রতিনিধিরা দাবি করেন, আদিবাসীদের অধিকার রক্ষায় আন্দোলন হচ্ছে। পাশাপাশি তাঁরা এ-ও জানান, প্রকল্পবাবদ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিয়ে ঠিকমতো জানা যাচ্ছে না। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেও সমন্বয়ের অভাব হচ্ছে।


আরও পড়ুন: Jhargram News: দু'বছর আগের ঝাড়গ্রাম ধর্ষণ মামলায় ২০ বছরের সাজা ঘোষণা করল পকসো আদালত


এর পরই মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব, মহাসভার প্রতিনিধিদের প্রকল্পের বিষয়ে সবিস্তারে জানান। মহাসভার তরফে জানানো হয়েছে, সরকারের সঙ্গে কী কথা হল, তা গ্রামবাসীদের জানানো হবে। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।


বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি দেউচা পাঁচামি। সেখানে প্রায় ২১০ কোটি ২০ লক্ষ কয়লা মজুত রয়েছে বলে ইঙ্গিত মিলেছে। সেখান থেকে কয়লা উত্তোলন করতে জমি অধিগ্রহণ শুরু হয়েছে। আর তাকে ঘিরে আন্দোলনের পারদও চড়ছে। রাজ্য সরকার জোর করে জমি অধিগ্রহণ করছে, জনজাতি মহিলাদের উপর হিংসা হচ্ছে বলে অভিযোগও উঠে আসছে। তাই প্রকল্প প্রত্যাহারের দাবি উঠছে। মমতার জমি আন্দোলনের নেত্রী ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে।


প্রকল্প হলে বহু মানুষের কর্মসংস্থান হবে বলে দাবি মমতার


তবে মমতার যুক্তি,  ‘‘দেউচা পাঁচামি নিয়ে ভুল রটানো হচ্ছে। এঁদের মধ্যে কয়েকটি মুখকে আমি শ্রদ্ধা করি। কিন্তু কিছু না জেনেই বাধাদান করছেন কয়েক জন। মনে রাখবেন, আমি জোর জবরদস্তি দখল, গরিবের পেটের ভাত মেরে, মানুষকে বঞ্চিত করে কোনও কাজ করি না।’’ তিনি জানিয়েছেন, দেউচা পাঁচামিতে লক্ষাধিক চাকরি হবে। জমির বদলে জমি এবং চাকরি পাবেন সাধারণ মানুষ। পুনর্বাসনের জন্য ১০ হাজার কোটি টাকার প্যাকেজ রয়েছে রাজ্যের। এই মুহূর্তে জমির যা দাম, জমিদাতারা তার দ্বিগুণ টাকা পাবেন বলে জানান মমতা।