হাওড়া: উলুবেড়িয়ায় (Uluberia) মহকুমা শাসকের অফিসের কাছে বিধ্বংসী আগুন। আগুনে (Fire) পুড়ে ছাই প্রায় ৩০ টি দোকান। চক্রান্ত করে আগুন লাগানোর অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্তরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ (Kolkata)।
দাউদাউ করে জ্বলছে আগুন (Fire)। কুণ্ডলী পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। পুড়ে খাক প্রায় ৩০টি অস্থায়ী দোকান! গভীর রাতে হাওড়ার উলুবেড়িয়ায় (Uluberia) ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাত ১২ টা নাগাদ, উলুবেড়িয়ায় মহকুমা শাসকের অফিসের ঢিল ছোড়া দূরত্বে তিনটি আলাদা আলাদা বাজারে আগুন লাগে। নিমেষের মধ্যে তা ভয়ঙ্কর চেহারা নেয়।
উলুবেড়িয়া (Uluberia) বাজার, লকগেট বাজার ও ১১ ফটক বাজারে আগুন লাগায় জামা-কাপড়, খাবার, জুতো, ফলের দোকান সহ প্রায় ৩০টি অস্থায়ী দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।
প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চক্রান্ত করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত দোকানদারদের একাংশ। বছরের শেষে সব হারিয়ে এখন দিশেহারা ক্ষতিগ্রস্তরা। ঠিক কী করে লাগল আগুন? সত্যিই কি ঘটনার নেপথ্যে কোনও চক্রান্ত? পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
কাকদ্বীপে অগ্নিকাণ্ড: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) কাকদ্বীপে (Kakdwip) পুড়ে ছাই হয়ে গেল বিছানাপত্রের গুদাম। দমকলের (Fire Bridged) ঘণ্টাতিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল। সকাল তখন ১১টা। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ব্যস্ত এলাকায় দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। স্থানীয়রা দেখেন, রেলগেটের কাছে বিছানাপত্রের গুদামে আগুন লেগেছে। পুড়তে শুরু করে বিছানা, বালিশ, তোষক। ঘিঞ্জি এলাকা এবং আশেপাশে আরও দোকান থাকায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পৌঁছে যায় দমকল। ঘণ্টাতিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল।
নারায়ণপুরে আসবাবের গুদামে বিধ্বংসী আগুন: রাজারহাটের কাছে নারায়ণপুরে আসবাবের গুদামে বিধ্বংসী আগুন। গতকাল রাত ১২টা নাগাদ আগুন লাগে। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। কাছেই পেট্রোল পাম্প থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অবশেষে দমকলের ৪টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আসবাবের গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল। রাতেই ঘটনাস্থলে যান রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।