অমিত জানা, নারায়ণগড়: আবাস-অসন্তোষে বিডিও-র অপসারণের দাবিতে বিক্ষোভ তৃণমূলের। নারায়ণগড় পঞ্চায়েত সমিতির অফিসে তৃণমূলের বিক্ষোভ।প্রকৃত প্রাপকদের কেন নাম বাদ, প্রশ্ন তুলে বিক্ষোভ তৃণমূলের। নারায়ণগড় ব্লকের বিডিও-র অপসারণের দাবিতে বিক্ষোভ তৃণমূলের।


বিডিও-র অপসারণের দাবিতে বিক্ষোভ: আবাসে দুর্নীতির অভিযোগে দিকে দিকে ধুন্ধুমার। কোথাও বিডিও অফিস ঘেরাও। তো কোথাও বিডিও অফিসে ঝোলানো হল তালা। পশ্চিম মেদিনীপুর থেকে জলপাইগুড়ি....শুক্রবার দেখা গেল এই ছবি। বিরোধীরা নয়, খোদ তৃণমূলের তরফে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। তাঁদের অভিযোগ, প্রকৃত যোগ্য দরিদ্র মানুষকে আবাস প্রকল্পে বঞ্চিত করেছেন বিডিও। গো ব্যাক স্লোগান দেওয়া হয়।


পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা বলেন অনাদি বারিক, “গরিব মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। জব কার্ডের নাম করে আবাস প্লাসে নাম বাদ। এর জন্য দায়ী বিডিও। বিজেপি চক্রান্ত করেছে, বিডিও ফাঁদে পা দিয়েছে। বিডিওকে তাড়াতে হবে।’’এবিষয়ে, বিডিওকে ফোন করা হলেও তাঁর ফোন বেজে গিয়েছে। জয়েন্ট বিডিওর আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। তৃণমূলের বিক্ষোভকে কটাক্ষ করেছে বিজেপি। মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি সদস্য গৌরীশঙ্কর অধিকারী বলেন, “আবাস যোজনায় সবচেয়ে বড় দুর্নীতির কারিগর মমতা আর ভাইপো। কাটমানির শেষ পর্যায়, বিডিও স্বচ্ছতার চেষ্টা করছেন।’’

অন্যদিকে, আবাস প্রকল্পে যোগ্যদের বঞ্চিত করার একই অভিযোগে বেশ কিছুদিন ধরে জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে এলাকায় বিক্ষোভ-অবরোধ চলছিল। শুক্রবার, সেই ক্ষোভ আছড়ে পড়ে, বিডিও অফিসের সামনে। বিডিও অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, আবাস তালিকা থেকে ৫০০ জনের নাম বাদ দেওয়া হয়েছে। বিক্ষোভকারী রশিদা খাতুন বলেন, “আমাদের নাম বাদ দিয়ে দিয়েছে, যোগ্যরা বঞ্চিত।’’


পরে, জেলা তৃণমূল জেলা নেতৃত্বের হস্তক্ষেপে খোলা হয় তালা। জেলা তৃণমূলের এসসি এসটি ওবিসি সেল সভাপতি কৃষ্ণ দাস বলেন, “বিডিওর সঙ্গে কথা। নতুন করে তালিকা তৈরি করতে বলে। কেউ বঞ্চিত হবে না।’’ জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ বলেন,  “প্রকৃতরাই পাবে। কিছু অভিযোগ জেলাশাসককেও বলেছি। অভিযোগ থাকলে তৃণমূলের কেউ রেয়াত পাবে না। কেউ বঞ্চিত হবে না।’’এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপির সম্পাদক শ্যাম প্রসাদ, “সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে আবাসে ভুরি ভুরি অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।’’


আরও পড়ুন: SSC: পুলিশের নির্দেশ উড়িয়ে, প্রতীকী ধর্নায় বসলেন SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীদের একাংশ