পার্থপ্রতিম ঘোষ, সন্দেশখালি: প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) ফোনের পরেই বিতর্ক দূরে সরিয়ে রেখা পাত্রকে (Rekha Patra) ঘিরে উচ্ছ্বাসে ভাসল সন্দেশখালি (Sandeshkhali)। বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী সন্দেশখালির আন্দোলনকারী রেখা পাত্র। অত্যাচার, নির্যাতনের অভিযোগে বিক্ষোভের আগুন দেখেছে সন্দেশখালি, এবার সেখানে আন্দোলনকারী প্রার্থীকে ঘিরে উচ্ছ্বাসের ঢেউ।
উচ্ছ্বাসে ভাসল সন্দেশখালি: গত ২৪ মার্চ দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আর তাতে একাধিক চমক দিয়েছে গেরুয়া শিবির। বসিরহাটে রেখা পাত্রকে প্রার্থী করেছে তারা। রেখা পাত্রকে প্রার্থী করা মাত্রই, যেমন আবীর খেলে আনন্দে মেতে উঠেছিলেন সন্দেশখালির মহিলাদের একাংশ, তেমনই ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় মহিলাদের একাংশ। রেখা পাত্রর বিরুদ্ধে এলাকায় পড়ে পোস্টার। সন্দেশখালির মহিলা বিজেপি সমর্থকদের একাংশ দাবি করেন, রেখার পরিবর্তে তাঁরা শিক্ষিত জনপ্রতিনিধি চান। যিনি সংসদে গিয়ে তাঁদের হয়ে মুখ খুলতে পারবেন। এই আবহে গতকাল বসিরহাটের বিজেপি প্রার্থীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারপরই বদলে গেল ছবিটা। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর আজই প্রথম সন্দেশখালিতে এলেন রেখা। তাঁকে ঘিরে আনন্দে মেতে ওঠেন বাসিন্দারা। আর তাঁকে ঘিরে দেখা গিল উচ্ছ্বাস।
বসিরহাটে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা নিয়ে চর্চার মাঝেই, রেখা পাত্রকে গতকাল ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্বোধন করলেন শক্তিস্বরূপা বলে। কুর্নিশ জানালেন তাঁর লড়াইকে। রেখা পাত্রর নাম ঘোষণার পর কী প্রতিক্রিয়া ছিল সেখানকার মানুষের, সেই প্রসঙ্গও উঠে আসে তাঁদের কথোপকথনে। প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী জানান, "সবাই খুশি। তৃণমূলের যে ২-৪ জন মা-বোন ছিল, তাঁরা বিরোধিতা করেছিল। তাঁরাও এখন মেনে নিয়েছেন, আমাদের কাছে ভিডিও বার্তা দিয়েছেন। তাঁরা যা করেছেন তাঁরা তৃণমূলের কথায় করেছেন। জোর করে তাঁদেরকে এটা করানো হয়েছিল, আর হবে না। যা করেছেন তার জন্য তাঁরা ক্ষমা চেয়েছেন। আমাদের মধ্যে কোনও শত্রুতা নেই। কারণ ওঁরা আমাদের মা-বোন, আমাদের ভাই-বাবা। আমি তো সবার জন্য লড়াই করব। ওঁরা আমাদের জন্য লড়াই করছে, আমরা ওঁদের জন্য লড়াই করব। জমি আর সম্মান যাতে ফেরানো যায় তার চেষ্টা করব।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।