কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar Doctor Death Case) প্রতিবাদে রাজ্যজুড়ে ঝড় উঠেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) রাজ্য প্রশাসনের আনার দাবিতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন ডায়মন্ডহারবারের একাধিক তৃণমূল নেতা।
আরও পড়ুন: East Midnapore: আর জি কর-কাণ্ডের আবহে নির্দেশিকা বিতর্ক, ৯৩জন চিকিৎসককে নোটিস
এই সংক্রান্ত প্রচুর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, "আসুক দাদা, ফিরুক স্বচ্ছতা।" সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট করে ডায়মন্ডহারবারের একাধিক তৃণমূল নেতা উল্লেখ করেছেন যে, রাজ্য সরকারের বিরুদ্ধে যখন একাধিক বিষয়ে স্বচ্ছতার অভিযোগ উঠছে। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই পারেন এই অবস্থার পরিবর্তন ঘটাতে। লোকসভা নির্বাচনে যেমন তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শত অপপ্রচার সত্ত্বেও দলের ভালো ফলাফলের নেপথ্যে ছিলেন। তেমনি এবারও এই পরিস্থিতিতে তাঁকেই দরকার রাজ্যের মানুষের মনোভাব পরিবর্তন ও সরকারে স্বচ্ছতার পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে দরকার।
এপ্রসঙ্গে সোশ্যাল মিডিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য প্রশাসনের নিয়ে আসার বিষয়ে দাবি করা তৃণমূল নেতাদের বক্তব্য, রাজ্যের একাধিক নেতা ও প্রাক্তন মন্ত্রী দুর্নীতির দায়ে বর্তমানে জেলবন্দি রয়েছেন। এর মাঝেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য প্রশাসন ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যাই পারেন রাজ্য প্রশাসনে এসে এতে স্বচ্ছতা ফেরাতে। তিনি শক্ত হাতে হাল ধরলেই রাজ্য প্রশাসনের প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে তা প্রশমিতও হবে। সেই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য প্রশাসনে নিয়ে আসার দাবি জানিয়েছেন একাধিক তৃণমূল নেতা। কিন্তু, তারপরও রাজ্য প্রশাসনে দেখা যায়নি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।