কলকাতা: আর জি কর-কাণ্ডের আবহেই পূর্ব মেদিনীপুরের ৯৩জন চিকিৎসককে নোটিস। বিচার চাওয়ার মাশুল বলে অভিযোগ IMA-র। যদিও ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট ভাঙার দাবি CMOH-এর। 


চিকিৎসকদের নোটিস: আর জি কর-কাণ্ডের আবহেই এবার পূর্ব মেদিনীপুরের ৯৩জন চিকিৎসককে নোটিস ধরালেন জেলা স্বাস্থ্য আধিকারিক। কেন এই নোটিস? এবিষয়ে IMA-র দাবি, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ১৩ অগাস্ট মিছিল করায় নোটিস দেওয়া হয়েছে। যদিও CMOH জানিয়েছেন, ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট ভাঙার জন্য ৯৩জন চিকিৎসককে নোটিস দেওয়া হয়েছে। তমলুকে IMA-র সম্পাদক কল্যাণময় বসু বলেন, "আমরা IMA-র থেকে খবর পেয়েছি গতকাল। এক্সিকিউটিভ কমিটিতে আলোচনা করছি। ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী, তাঁরা ডিউটিটা করবেন। একসঙ্গে ৯৩ জনকে নোটিস দিয়েছে এই আন্দোলনের সময়। এই সময় হঠাৎ কেন নোটিস? ব্যাপারটা আমার যাচাই করব। যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় জানিয়েছেন, "এই চিঠি ৯৩ জন পেয়েছেন। এর সঙ্গে আন্দোলনের কোনও সম্পর্ক নেই। লাইসেন্সিং অথরিটি হিসেবে কোনও নার্সিংহোম বা স্বাস্থ্যকেন্দ্রে কোনও বেনিয়ম চলে তাহলে আমি দায়ী হয়ে যাই। লাইসেন্স থাকলে সেই নিয়ম তো মানতে হবে। অনেক চিকিৎসক লিখে পাঠিয়েছেন। সেসব পর্যালোচনা করছেন। ভুল শোধরানোর সুযোগ দেওয়া হবে। সেটা নাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।''


আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। এই আবহে CMOH-এর নির্দেশিকা ঘিরে তৈরি হয়ছে বিতর্ক। বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত নেফ্রোলজিস্ট ডা. স্মার্ত পুলাই বলেন, "আমরা যাঁরা বেসরকারি হাসপাতালে কাজ করি বা কোথাও চেম্বার করতে যাই এমন ডাক্তারদের কাছে এইরকম নোটিস আসছে। আমরা এতদিন চেম্বার করছিলাম কোনওদিন এরকম কোনও অভিযোগ পাইনি। এই আন্দোলনে যোগ দেওয়ার পরই তাঁদের কাছে বিভিন্ন রকম নোটিস পাঠানো হচ্ছে। এটা আন্দোলনের বিরুদ্ধেই এটা করা হচ্ছে।'' 


এদিকে কাল থেকে টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা করল পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কাল থেকে প্রতিদিন সকাল ১০ থেকে দুপুর ২ পর্যন্ত টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা করা হয়েছে। টেলি-মেডিসিন পরিষেবা পেতে হোয়াটসঅ্যাপ নম্বর: 8777565251, 8777569399, 8777579517, 6290326079। রবিবার রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। আগামী ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: R G Kar News: আরজি কর কাণ্ডের আবহে দিল্লিতে রাজ্যপাল, শাহের সঙ্গে সাক্ষাত বোসের