দিঘা: মানুষে মানুষে ভাগ নয়, ধর্ম যেন বাঁচিয়ে রাখে সকলকে, দিঘার জগন্নাথ মন্দির থেকে এমনই বার্তা দিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। বুধবার অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হল। আর সেখান থেকেই রাজ্যবাসীকে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন দেব। ধর্মের নামে যে বিষ ছড়ানো হচ্ছে, তার পরিবর্তে মানুষের সুবুদ্ধি কামনা করলেন তিনি। (Digha Jagannath Temple)
এদিন মহাসমারোহে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হল। সেখানে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। আর সেখান থেকেই রাজ্যবাসীকে বার্তা দেন দেব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "জগন্নাথ ঠাকুর আমাদের বাংলার বুকে চলে এল। আমি একটাই প্রার্থনা করতে চাই, যেভাবে ধর্মের নামে বিষ ছড়ানো হচ্ছে, মানুষকে আলাদা করা হচ্ছে, মানুষকে বুদ্ধি দিন, শান্তি দিন। ধর্ম যেন মানুষকে বাঁচিয়ে রাখে, ধর্ম যেন মানুষকে আলাদা না করে। শান্তি চাই, দেশের প্রত্যেকটি মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান নির্বিশেষে সকলে যেন ভাল থাকেন, সুস্থ থাকেন।" (Digha Jagannath Mandir)
দিঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজ্য সরকারের তরফে বিশেষ তৎপরতা দেখা গেলেও, বিরোধীরা যদিও একযোগে কটাক্ষ ছুড়ে দিয়েছেন। সেই নিয়ে প্রশ্ন করলে দেব বলেন, "কে কটাক্ষ করছে, কে করছে না, তার দায়িত্ব আমার নয়। আমার মনে হয় এটা দারুণ উদ্যোগ। দিঘার পর্যটন আরও লাভজনক হবে। এটা নির্বাচনের বছর নয়, তাই ভোট টানার কথা বলা যায় না। প্রচুর বাঙালি আছেন, কেউ দেশে থাকেন, কেউ বিদেশে। তাঁরা জগন্নাথের ভক্ত। বাংলার জগন্নাথধামে আসতে পারেন তাঁরা।" (TMC MP Dev)
দিঘার জগন্নাথ ধাম নিয়ে রাজনৈতিক তরজার প্রেক্ষিতেও মুখ খোলেন দেব। তাঁর বক্তব্য, "যাঁরা দেখেছেন, প্রত্যেকেই বলছেন অদ্ভুত শান্তি, ভাললাগার ব্যাপার আছে। আমাদের দেশ তো এই জন্যই বিখ্যাত! আমরা বিভিন্ন ধর্ম, বিভিন্ন দেবতা এবং সংস্কৃতি ধরে রাখি। বিরোধীরা এর বিরোধিতা করলে, আমার মনে হয় বোকা বোকা জিনিস। ঠাকুর সবাইকে শান্তি দিন, সুবদ্ধি দিন। সবটাই যেন ভাগ করার রাজনীতি না হয়। এক করার জন্যও কিছু রাজনীতির প্রয়োজন। তাই দিঘার জগন্নাথ ধাম সুন্দর উদ্যোগ।"
অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হল দিঘার জগন্নাথ ধামের। সকালে যজ্ঞের পর বিগ্রহকে স্নান করিয়ে পরানো হয় রাজবেশ। এরপর সকাল ১১টা ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা হয়। ভাত, বিভিন্ন রকমের ডাল, রকমারি মিষ্টি সহযোগে ৫৬ ভোগ প্রস্তুত করা হয় সেখানে। মুখ্যমন্ত্রী দুপুরে মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। আজ থেকেই সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হবে দিঘার জগন্নাথ ধামের দরজা। দিঘা রেল স্টেশনের কাছে ২০ একর জায়গার ওপর জগন্নাথ ধাম তৈরি হয়েছে। নির্মাণ করেছে হিডকো। খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। উদ্বোধনের পর দিঘার জগন্নাথ ধামের দায়িত্ব ইসকনের। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জুন মালিয়া, জিত গঙ্গোপাধ্যায়ও।