কলকাতা : ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে পাকিস্তানের নিন্দা করেছিলেন আদনান সামি। জানিয়েছিলেন, তাঁর পাকিস্তান সরকারকে নিয়েই সমস্যা রয়েছে। কেন বেশি ভালবাসেন ভারতকে, তা-ও জানিয়েছিলেন খোলাখুলি। এবার ২২শে এপ্রিল পহেলগাঁও হামলার পরও নেটিজেনদের একাংশের প্রশ্নের মুখে পড়েছিলেন আদনান। প্রশ্ন উঠেছিল, তিনি কেন পাকিস্তানে ফিরে যাচ্ছেন না , তা নিয়েও। এসবের মধ্যেই কলকাতায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে পহেলগাঁও হামলার নিন্দা করলেন তিনি। বললেন, যাঁরা এই হামলা করেছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।
তিনি জন্মসূত্রে ছিলেন পাক - নাগরিক। তবে ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন আদনান। এবার মঞ্চ থেকে পহেলগাঁও হামলার কড়া নিন্দে করে আদনান বললেন, এই ক্ষত আমাদের সবার !
গানের অনুষ্ঠানের মাঝেই আদনান বলেন, 'আজ আমরা এখানে সমবেত হয়েছি । কিছুদিন আগেই আমাদের দেশে খুবই ভয়াবহ একটি ঘটনা ঘটে গিয়েছে। আর অনেক মানুষ, অনেক পরিবার সেই ভয়াবহ ঘটনার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। তাঁদের কোনও দোষ ছিল না। আজ তাঁদের স্মৃতিতে আমরা একটু প্রার্থনা করি যাতে তাঁদের আত্মা শান্তি পায়। আর সবচেয়ে জরুরি কথা হল, তাঁদের সঙ্গে যা হয়েছে, আমাদের সকলের সঙ্গে যা হয়েছে, তার ফল তারা পাবে। তাদের এমন জবাব দেওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না করে। এমন সময়ে আমরা শুধুমাত্র উপরওয়ালার দিকে তাকাতে পারি। আমরা সবাই উপরওয়ালার কাছে প্রার্থনা করতে পারি, যেন আমাদের সব ভাই-বোনকে তিনি রক্ষা করেন এবং সকলকে ন্যায়বিচার দান করেন ।' এই সময় অনুষ্ঠানে উপস্থিত লোকজনের একাংশ 'জয় শ্রীরাম' ধ্বনি দেয়।
কিছুদিন আগেই আদনান সামির ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন ওঠে । তাঁকে পাকিস্তানে ফিরে যেতে বলে নেটিজেনদের একাংশ। তবে তাঁদেও উপযুক্ত জবাব দেন গায়ক। এক সময় পাক সরকারের উপর তাঁর রাগের কথা জানিয়েছিলেন আদনান। যদিও কারণটা বিস্তারে জানাননি। শুধু আভাস দিয়েছিলেন 'একদিন সব ফাঁস করে দেব'। পাকিস্তানের অনেকেই কটাক্ষ করে বলেন, আদনান নাকি টাকা-পয়সার লোভেই পাকিস্তানি নাগরিকত্ব ছেড়ে ভারতে এসে থাকেন। তবে গায়ক বারবার স্পষ্ট করে দেন, টাকা পয়সার লোভ নয়, তাঁর ভারতে থাকবার একমাত্র কারণ ভারতের প্রতি ভালোবাসা। তিনি নাকি পাকিস্তানে অনেক সম্পত্তিও ছেড়ে এসেছেন। এখন ভারতই তাঁর ঘর-বাড়ি।