কলকাতা : ছোট্ট ছুটি পেলেই বাঙালির কাছের ডেস্টিনেশন দিঘা। সৈক দিঘা'! শনি-রবিবার মানেই দিঘার ট্রেনে টিকিটের জন্য চাহিদা বেড়ে যায় লাফিয়ে। অধিকাংশ মানুষকেই ফিরতে হয় ব্যর্থ মনোরথ হয়ে।  এবার ভ্রমনপিপাসুদের মন রাখতে শনি ও রবিবার কলকাতা থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল। 


পর্যটকদের চাহিদা সামাল দিতে বিশেষ ট্রেন চালাচ্ছে রেল। শুরু হল বুকিং। কলকাতা স্টেশন থেকে ছাড়বে ট্রেন। 
কলকাতা-দিঘা রুটে বিশেষ এই ট্রেন চলবে শনি ও রবিবার। Kolkata Station থেকে Digha Special Train টি ছাড়বে। পূর্বরেলের ঘোষণা অনুসারে, পরিষেবা শুরু হয়েছে ৭ জুলাই, অর্থাৎ রথের দিন থেকে। ৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত শনি-রবিবার এই সার্ভিস পাওয়া যাবে। 


বিজ্ঞপ্তি অনুসারে , 03162 Digha-Kolkata Special টি দিঘা থেকে ছাড়বে জুলাই মাসের প্রতি শনি ও রবিবার।  সন্ধে ৭.১০ ( 19.10 hrs ) এ ছেড়ে কলকাতায় পৌঁছবে রাত ১১ টা ৫৫ য় ( 23.55 hrs) ।  03161 Kolkata-Digha Special টি কলকাতা স্টেশন থেকে ছাড়বে প্রতি শনি ও রবিবার। দুপুর ২ টো ছেড়ে সন্ধে ৬.৫০ এ পৌঁছবে । ট্রেনগুলি থামবে কাঁথি, তমলুক, মেচেদা, বাগনান, উলুবেড়িয়া, আন্দুলে। 


আরও পড়ুন :                                        


পুরীর রথযাত্রায় পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি, মৃত কমপক্ষে এক


আপাতত ২৮ জুলাই পর্যন্ত এই পরিষেবার কথা ঘোষণা করা হয়েছে ।  হাওড়া থেকে দিঘাগামী ট্রেনে চাহিদা যথেষ্ট।  এতদিন পর্যন্ত কলকাতা স্টেশন থেকে প্রথম কোনও ট্রেন দিঘা যাচ্ছে। ট্রেনে সেকেন্ড সিটিং, স্লিপার ক্লাস, এসি ও জেনারেল কামরার ব্যবস্থা আছে।  


গরম হোক বা ঠান্ডা, এমনকী বর্ষার দিনেও দিঘায় যাওয়ার জন্য আকুল বঙ্গবাসী। টিকিট পেতে হিমশিম অবস্থা হয়। বয়স্ক বা শিশুদের নিয়ে অনেকেই বাসে যেতে স্বচ্ছন্দ নন। তাঁদের পছন্দ ট্রেনই । তাই সারা বছরই ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে। এ বছর গরমের ছুটি চলাকালীনও দিঘায় ট্রেনের টিকিটের চাহিদা ছিল তুঙ্গে । এবার কলকাতা থেকে ট্রেনে দিঘা যাতায়াতে কিছুটা সুরাহা মিলতে পারে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে