পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: পলিটেকনিক পাশ করা যুবক। ডেটিং অ্যাপে উঁকিঝুঁকি। সেখানেই আলাপ গল্ফগ্রিনের তরুণীর সঙ্গে। আলাপ আরেকটু ঘনীভূত হতেই আরও চেনা-জানার হাতছানি। সেই টানেই সোজা গল্ফগ্রিনের ফ্ল্যাটে চলে যান যুবক আর সেখানে গিয়েই বুঝলেন, পুরোটাই একটা ফাঁদ।
কলকাতায় পুলিশের জালে ধরা পড়ল চারজনের একটি গ্যাং, যাঁরা এভাবেই দিনের দিন এভাবে প্রেমের ফাঁদে ফেলে পকেট ভরানোর ব্যবসা চালাত। এক তরুণী-সহ চারজনকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ।
অভিযোগ, রবিবার গলফ গ্রিনে একটি ফ্ল্যাটে তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে ফাঁদে পড়েন ওই যুবক। তরুণীর সঙ্গে আরও দুই যুবক ছিলেন। তাদের দেখেই চমকে যান তিনি। তারপরই তাঁকে বেদম মারধর শুরু করে তারা। তারপর ভয় দেখিয়ে বলে হয়, বাড়িতে ফোন করে টাকা চাইতে। মা-কে ফোন করে ১ লাখ টাকা চান ওই যুবক।
মা ভয় পেয়ে সোজা চলে যান থানায়। পুলিশকে জানাতে পুলিশই বলে ছেলেকে কলব্যাক করতে। তাঁকে জানানো হয়, টাকা জোগাড় হয়ে গিয়েছে। টাকা দেওয়ার টোপ দিয়ে ডেকে পাঠানো হয় অভিযুক্তদের। গড়িয়া মোড়ে আসতে বলা হয় তাদের। কিছুক্ষণ পরেই ওই যুবকেরই মোটরবাইকে চড়ে অভিযুক্তরা টাকা নিতে এলে পুলিশ হাতেনাতে পাকড়াও করে পুলিশ ।
তাদের থেকে উদ্ধার করা হয় ওই যুবকের বাইক। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে যুবকের খোঁজ পায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় যুবককে। গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণী ও তাঁর আরেক সঙ্গীকে।
অরবিন্দ নগরের একটি ফ্ল্যাট থেকে যুবককে উদ্ধার করা হয়। অভিযুক্ত তরুণী-সহ আরও একজনকে ওই ফ্ল্যাট থেকেই পাকড়াও করা হয়। অভিযুক্তরা হলেন, সৈকত পাল, বাবুসোনা মণ্ডল,পিটার ডি ক্রুজ, অনীশা দাস । এর মধ্যে অনীশা ও বাবুসোনা স্বামী-স্ত্রী। কলকাতা শহরে বহুদিন ধরেই এই চক্র চালিয়ে আসছে তারা, দাবি পুলিশের।
আরও পড়ুন :
৫৩ বছর পর মহাযোগ, ৪ রাশির ভাগ্যে জগন্নাথ দেবের উজাড় করা আশীর্বাদ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে