রঞ্জিৎ সাউ, কলকাতা: ভাইফোঁটার (Bhaiphnota) দিনে নিউটাউন ইকোপার্কে (Ecopark) প্রাতঃভ্রমনে আসেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখান থেকেই ভাইফোঁটার দিন নারী সুরক্ষা নিয়ে রাজ্যকে খোঁচা দিলীপ ঘোষের।
ভাইফোঁটার এই দিনে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তিনি বলেন, ‘যাঁরা ফোঁটা নিচ্ছেন, তাঁরা বোনেদের সম্মান রক্ষার দায়িত্ব নিন। আমরা এটাই আশা করব বোনেরা যখন ফোঁটা দেবেন কমপক্ষে যারা ফোঁটা নেবেন তাঁরা যেন সংকল্প করেন বোনেরা, মায়েরা যেন সমাজে সুরক্ষিত হন। এ দায়িত্ব আমরা যদি পালন করি তাহলেই সব ঠিক হবে। যদি সরকারের হাতে ছেড়ে দিই তাহলে বগটুই হবে। আমরা আশা করব আজকের দিনে এটাই আমাদের সংকল্প হওয়া উচিত। মাতৃসমাজ বা নারী সমাজের সম্মান সুরক্ষিত করার সংকল্প নেওয়া উচিত।" এদিন এমনটাই মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
আরও পড়ুন, 'সরকারি স্কুল লজ্জা পাবে', বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দেদার প্রশংসা তৃণমূল পুরপ্রধানের
দিলীপের এই মন্তব্য প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, "দিলীপ ঘোষের স্বভাব প্রলাপ বকে চলা। সবসময় সংবাদমাধ্যমের শিরোনামে থাকার চেষ্টা করা। এটা মানসিক রোগ। ভাইফোঁটার দিনে শুধু নয়, বাংলাতে মা বোনেরা সবসময় সুরক্ষিত। দিলীপবাবুদের সরকার যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে গোটা দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা, নিরাপদতম রাজ্য বাংলা। কেন্দ্র সরকারের রিপোর্টই তাই বলছে। উনি কী বলছেন? উত্তরপ্রদেশ ভুলে গেলেন। উন্নাও, হাথরস, প্রয়াগরাজ ভুলে গেলেন। গণধর্ষণ, হত্যা কেবল নয়, পরিবারকে হত্যা করছে।"
কুণালের আরও কটাক্ষ, "দিলীপবাবু এত কথা বলছেন অথচ ওঁর দলের তথাগত রায় বলে যিনি আছেন তিনি তো বলেই দিয়েছেন যে বিজেপি দলটা চলে কামিনীকাঞ্চন দিয়ে,। মহিলা এবং টাকার ব্যবহার করে বিজেপি চলে এটা তো বলেছেন। ভাইফোঁটার পবিত্র দিনে ওঁর এই প্রলাপ বাংলা সহ্য করবে না।"