অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: দাঁতনে চা চক্রে যোগ দিয়ে শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) ইস্যুতে একহাত নিলেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, 'যতক্ষণ না চোর ধরা পড়ে, সে নেতা থাকে ভাল লোক।'
সিআইডি হেফাজত নিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন,'এখন চলবে, জেলের ভাত অনেকদিন খেতে হবে। কারণ কথা দিয়েছে, এরকম করতে হবে। না হলে বদনাম হয়ে যাবে। দল তাকে কথা দিয়েছে, বার করে নিয়ে আসবে। আর এরপরেই দিলীপের সংযোজন, 'পার্থবাবু কেষ্টবাবুকে বার করতে পারেনি, শাহজাহান কে করবে!' পাশাপাশি পুলিশের জামিনের বিরোধিতা নিয়ে তিনি কটাক্ষ করে বলেন, 'সবাই জানে কোথায় আছে কী করছে, সন্দেশখালির মহিলারা বলছেন ধরে দেব। অথচ পুলিশ দেখতে পাচ্ছিল না।'
সিআইডি হেফাজতে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ সন্দেশখালিতে ইডি ও সিআরপিএফের উপর হামলার ঘটনায় ধৃত শেখ শাহজাহানের বিরুদ্ধে। সিআইডি সূত্রে খবর, মুখে পুরোপুরি কুলুপ এটেছেন ধৃত তৃণমূল নেতা। কার নির্দেশে ইডি ও সিআরপিএফের উপর হামলা হল? কেন এমন ঘটনা ঘটল? তদন্তকারীদের এমন একাধিক প্রশ্নে নীরব সন্দেশখালির বেতাজ বাদশা।
সূত্রের খবর, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্য়েই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। একই প্রশ্নের উত্তর বার বার দেবেন না বলে তদন্তকারীদের জানিয়েছেন তিনি। সিআইডি সূত্রে খবর, খাবার খাচ্ছেন না শেখ শাহজাহান। গতকাল সারা রাত ঘুমোননি। জেরা করার পর রাতে তাঁকে লকআপে নিয়ে যাওয়া হয়। ভোরে তাঁর মেডিক্য়াল টেস্ট করা হয়। ফের তাঁকে জেরা করা হবে।
শাহজাহান গ্রেফতারের পর তীব্র আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতিও। অধীর চৌধুরী বলেছেন, 'ঘরের চাকরের নাম CID। তৃণমূলের ঘরের চাকর CID। তাদেরকে উত্তর দেবে।প্রভু কখনও চাকরের কথার উত্তর দেয়! শাহজাহান তো ওদের কাছে প্রভু। তাঁর পিছনে নুূরজাহান। মটন পোলাও বিরিয়ানি খাওয়াবে বসিয়ে বসিয়ে। সন্দেশখালি, ডায়মন্ডহারবার যেখানে যেখানে খোকাবাবু ভোটে দাঁড়াবে, সব এলাকাকে অপারেট কর, জেলখানায় বসে বসে।'
আরও পড়ুন, বইতে পারে ঝোড়ো হাওয়া, আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে
মূলত চাপের মুখে ৫৬ দিনের মাথায় সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এবার সন্দেশখালিকাণ্ডের তদন্তভার নিল CID। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ED ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনার তদন্ত করবে রাজ্য গোয়েন্দা পুলিশ। এছাড়া, ন্যাজাট থানায় রাজ্য পুলিশের স্বতঃপ্রণোদিত মামলাও রুজু হয়েছে। ওই মামলায় শেখ শাহজাহানকে অ্যারেস্ট দেখানো হয়েছে। বসিরহাট মহকুমা আদালত থেকে এদিন তৃণমূল নেতাকে সোজা ভবানী ভবনে আনা হয়। সেখানেই তাঁকে জেরা করবেন CID আধিকারিকরা।