কলকাতা: আজ বাংলায় মোদির সফরের দ্বিতীয় দিন। আজ, ২ মার্চ কৃষ্ণনগরে জনসভা করবেন মোদি। তার আগে একটি সরকারি অনুষ্ঠানও রয়েছে প্রধানমন্ত্রীর।


আজ কৃষ্ণনগরে মোদি:
যে সূচি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে সকাল ৯ টা ২৫ মিনিটে রাজভবন থেকে সড়ক পথে বেরবে মোদির কনভয়।


৯টা ৪০ মিনিটে RCTC হেলিপ্যাড থেকে উড়বে মোদির কপ্টার।


সকাল সাড়ে দশটায় অনুষ্ঠানস্থলে পৌঁছনোর কথা মোদির। 


সাড়ে দশটা থেকে সকাল ১১টা পর্যন্ত সরকারি অনুষ্ঠান থেকে একাধিক সরকারি প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে মোদির


সকাল ১১টা ৫ মিনিটে অনুষ্ঠান স্থল থেকে সড়ক পথে বেরিয়ে যাওয়ার কথা মোদির


১১টা ১০ মিনিটে এসে পৌঁছনোর কথা জনসভার স্থলে। 


সূচি অনুযায়ী সওয়া ১১ টা থেকে ১২টা পর্যন্ত কৃষ্ণনগরে দলীয় সভা করার কথা মোদির।


১২টা ১০ মিনিটে কৃষ্ণনগর থেকে উড়বে মোদির কপ্টার।


১২টা ৫৫ মিনিটে পানাগড় থেকে মোদির বিমান উড়ে যাবে বিহারে।   


১ মার্চ আরামবাগে জনসভা মোদির:
শুক্রবার আরামবাগে জনসভা করেছেন মোদি। এদিন তার আগে আরামবাগের সরকারি অনুষ্ঠান থেকে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন আরামবাগের জনসভা থেকে কার্যত লোকসভা ভোট প্রচারের দামামা বাজিয়ে দিয়েছেন। বক্তব্যের আগাগোড়া ছিল তৃণমূল-বিরোধিতা। সভা থেকে সন্দেশখালির প্রসঙ্গ তুলে তুমুল আক্রমণ করেন তৃণমূলকে। সন্দেশখালির ঘটনার প্রসঙ্গ তুলে তাঁর তোপ, 'চোটের জবাব ভোট দিয়ে দেবেন।' সন্দেশখালির মহিলাদের বিক্ষোভ-আন্দোলনের জেরেই শেখ শাহাজাহানকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। এদিন একাধিক দুর্নীতির অভিযোগ নিয়েও তৃণমূলকে তোপ দাগেন তিনি। রেশন দুর্নীতি থেকে নিয়োগ দুর্নীতি, শিক্ষা দুর্নীতি থেকে আবাস যোজনা প্রকল্পের দুর্নীতি- সব কিছু নিয়েই তোপ দেগেছেন নরেন্দ্র মোদি।  পার্থ-অর্পিতার প্রসঙ্গ তুলে বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনাও এদিন সুকৌশলে মনে করিয়ে দেন তিনি।  আরামবাগের সভা থেকে মোদি বলেন, 'তৃণমূলের মন্ত্রীদের বাড়ি থেকে নোটের পাহাড় বেরোচ্ছে। আপনারা নোটের পাহাড় দেখেছেন তো? দেখেছেন তো? আগে কখনও এত বড় নোটের পাহাড় দেখেছেন? সিনেমাতেও দেখেছেন? কী করে দিল এরা!...       


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: 'মা-বোনেদের সঙ্গে যা হয়েছে, তার জবাব দিতে হবে', সন্দেশখালি নিয়ে তোপ মোদির