কলকাতা: ফের বেলাগাম দিলীপ ঘোষ (Dilip Ghosh), জেলাশাসককে (District Magistrate) তুই-তোকারি। "রাস্তা সারাই বা তৈরির বিষয়ে সাংসদ হিসেবে আমাকে কিছুই জানানো হয় না। রাস্তা হয়ে যাওয়ার পর জেলাশাসক বলেছে এই রাস্তা ঠিক করেছি। তুই ঠিক করার কে? জন সাধারণ আমাকে জিতিয়েছে, আমি ঠিক করব।'' আক্রমণ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। 


জেলাশাসককে তুই-তোকারি দিলীপ ঘোষের: এবিষয়ে দিলীপ ঘোষের বক্তব্য, "আগেই থেকেই এই শর্ত ছিল, কিন্তু এই সরকার মানে না। তাই মনে করিয়ে দিলাম। কোন রাস্তাটা তৈরি হবে, সেটা বিধায়ক, সাংসদের মতামত নিয়ে করা দরকার। আমি সাড়ে ৩ বছরের বেশি সাংসদ পদে রয়েছি। কোনওদিন আমাকে জিজ্ঞেস করেনি। গতবছর রাস্তা হয়ে যাওয়ার পর জেলাশাসক বলছেন এই রাস্তা ঠিক করব। তুই ঠিক করার কে রে? জনগণ আমায় ভোট দিয়ে জিতিয়েছে, আমি ঠিক করব। তুই ঠিক করে দিয়েছিস, তোর বাপের টাকা? তাই কেন্দ্রীয় সরকার এদের শর্ত দিচ্ছে, না হলে টাকা বন্ধ করবে।'' 


দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "কুরুচিকর মন্তব্য বিজেপির জিনগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এটা ওদের সংস্কৃতি। জন্মের পর প্রথা আছে, মুখে একটু মধু দেয়। কোনওভাব দিলীপবাবু বোধহয় সেটা পাননি, তাই তাঁর মুখে সবসময় কুকথার ফুলঝুড়ি বেরোয়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দেবী দুর্গাকে নিয়েও বলতে ছা়ড়েন না। ইডি-সিবিআইকে কুকুরের সঙ্গে তুলনা করেন। এগুলো ওদের সংস্কৃতি। লুকিয়ে রাখতে পারেন না। কথা বললেই বেরিয়ে পড়ে।''


বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিবিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কিছুদিন আগে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অনুব্রত গড়ে দাঁড়িয়েই জেলবন্দি অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা করেন। সেই মন্তব্যকেই কটাক্ষ করে এদিন দিলীপ বলেন, ‘একজন মন্ত্রী গিয়ে বললেন, বাঘ নাকি খাঁচায় আছে, বাঘ না বাঘরোল বোঝা যাচ্ছে না’। তিনি আরও বলেন, "এখন সুদ জমছে, একসময় সব হিসেব হবে। তৃণমূল নেতাদের সব হিসেব দিয়ে যেতে হবে।'' "দিল্লি গেলেই টের পাবেন ওখানকার রুটি আর চা কেমন। দিল্লি গেলে হয়ত ১১০ কেজি ওজন ৭৫ কেজি হয়ে আসবে।'' নাম না করে অনুব্রতকে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির। 


আরও পড়ুন: North 24 Parganas: তৃণমূল কর্মীর তৈরি বোমাতেই তাঁর ভাগ্নির মৃত্যু, মিনাখাঁ বিস্ফোরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য