কলকাতা: গঙ্গাসাগরের (Gangasagar) উন্নয়ন চাইলে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলুন। রাজ্য সরকার (State Government) চাইলে কেন্দ্র সাহায্য করবে। সদিচ্ছা থাকতে হবে। গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের (Dilip Ghosh)। পরিকাঠামো নিয়ে দুষলেন রাজ্য সরকারকে।


গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, “কুম্ভের মতো গঙ্গাসাগরও আমাদের জাতীয় মেলা হোক। কুম্ভমেলার সব টাকা কেন্দ্রীয় সরকার দেয়। এখানে এক টাকাও দেয় না। কুম্ভমেলা সুয়োরানি হলে, গঙ্গাসাগর কি দুয়োরানি? কেন্দ্রকে বলা হচ্ছে, সেতু তৈরির জন্য, কেন্দ্র বলেছিল তাজপুর বন্দরের ৭৪ শতাংশ দিলে, সেতু করে দেব। আমরা দিলাম কিন্তু কেন্দ্র কোনও উত্তর দিচ্ছে না।’’


মমতার অভিযোগ প্রসঙ্গে গতকালই  রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “গঙ্গাসাগরকে খুব শীঘ্রই জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হবে।  বিধানসভা ভোটের ইস্তেহারের এই ঘোষণা ছিল। মুখ্যমন্ত্রী এনিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলেননি, তখন তিনি সংখ্যালঘু সংরক্ষণ নিয়ে ব্যস্ত ছিলেন।’’ এবার মুখ্যমন্ত্রীর অসহযোগিতার অভিযোগের পাল্টা বার্তা দিলেন দিলীপ ঘোষ।


৩ দিনের সফরে গতকাল গঙ্গাসাগরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কপিলমুনির আশ্রমে গিয়ে পুজো দেন তিনি। ১৫ জানুয়ারি, মকর সংক্রান্তির স্নান। ১৪ জানুয়ারি, থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগে, প্রস্তুতি খতিয়ে দেখতে, গঙ্গাসাগরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি, এদিন কপিলমুনির আশ্রমে যান তিনি। সেখানে পুজোও দেন। কথা বলেন, প্রধান পুরোহিত জ্ঞানদাস মহন্তের সঙ্গে। এরপর, ভারত সেবাশ্রম সঙ্ঘে যান মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগরে দাঁড়িয়ে, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, গঙ্গাসাগর এলাকা ঘুরে দেখার কথা মুখ্যমন্ত্রীর। দুপুরে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, কলকাতায় ফিরবেন তিনি।


আরও পড়ুন: Dhankhar Vs Mamata : 'রাজভবনে এক রাজা বসে আছেন', গোয়ায় মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে ট্যুইটে সরব ধনকড়, লিখলেন ...