Dilip Ghosh : 'বাংলা থেকে উৎসাহ নিয়ে সারা দেশ উগ্রপন্থী কার্যকলাপ'

Dilip Ghosh : গেরুয়া ব্রিগেডের দাবি, সংসদে স্মোক ক্যান নিয়ে হামলার অন্যতম ষড়যন্ত্রী আসলে তৃণমূলের যুব সংগঠনের কর্মী!

Continues below advertisement

রঞ্জিত সাউ, কলকাতা :  সংসদে স্মোককাণ্ডের মাষ্টারমাইন্ড ললিত ঝা-কে যুব তৃণমূলের পদাধিকারী বলে দাবি করলেন বিরোধী দলনেতা। এই ব্যাপারে দিল্লি পুলিশকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছেন বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে বাংলার তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন সাংসদ দিলীপ ঘোষ। তিনি বললেন, ' পশ্চিমবাংলা থেকে বোমা-বন্দুক উগ্রপন্থী ক্রিয়া কলাপ থেকে উৎসাহ নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে' । 

Continues below advertisement

ললিতের সঙ্গে তৃণমূল ঘনিষ্ঠতা?

ললিতের সঙ্গে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠতা প্রমাণ করতে একাধিক ছবি সামনে এনেছে বিজেপি।  গেরুয়া ব্রিগেডের দাবি,
সংসদে স্মোক ক্যান নিয়ে হামলার অন্যতম ষড়যন্ত্রী আসলে তৃণমূলের যুব সংগঠনের কর্মী! সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়দের পরে এদিন বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডলে এই ছবিটি পোস্ট করা হয়েছে। অনেকগুলি ছবিকে জুড়ে জুড়ে তৈরি করা হয়েছে একটি ফ্রেম।  সেখানে কোনও ছবিতে তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে, কোনওটায় যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্য বক্সীর সঙ্গে ললিতকে দেখা যাচ্ছে বলে দাবি করেছে বিজেপি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, 'বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিলেন এখান থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে উৎপাত করে। বারবার কেন পশ্চিম বাংলার দিকে আঙুল ওঠে? উগ্রপন্থী গ্যাংস্টার লুকিয়ে থাকে তার ইনফরমেশন থাকে না। এখনকার মানুষ তো ভগবানের ভরসায় বেঁচে আছেন! নিজেরা ঠিক করুন, কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা! নিজের দায়িত্ব পালন করতে পারে না।'  

 ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষকণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি। বিরোধীদের প্রশ্ন,  আসন্ন লোকসভার যুদ্ধে হিন্দুত্ব অস্ত্রে শান দিতেই কি ব্রিগেডে গীতাপাঠের আয়োজন? এই বিষয়েও বিরোধীদের কার্যত তুলোধনা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ' যাঁরা ধর্মীয় উস্কানি দেখছেন তারা নিজেরাই চণ্ডী পাঠ শুরু করে দিয়েছেন। জিনিসটা তো খারাপ নয়, আপনারা করুন না! সবার করা উচিত, ভারতের সংস্কৃতির সঙ্গে গীতা যুক্ত। সারা বিশ্বে গীতার প্রচার চলছে। মানুষের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন গীতা পাঠ করে। কেউ যদি আয়োজন করেন তাহলে পুণ্য হচ্ছে। '  

 

আরও পড়ুন :

গ্যালারি থেকে আচমকা লাফ, নিরাপত্তার বেড়া ডিঙিয়ে স্প্রে বিশেষ গ্যাসও, অধিবেশন চলাকালীনই লোকসভায় হুলস্থুল কাণ্ড  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

Continues below advertisement
Sponsored Links by Taboola