TET Exam: দিলীপ ঘোষের আবেদন খারিজ, ২৪ ডিসেম্বরই হচ্ছে টেট

TET Exam Date: ২৪ ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধা হতে পারে এই মর্মে পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেন দিলীপ ঘোষ।

Continues below advertisement

কলকাতা: ২৪ ডিসেম্বরই হচ্ছে প্রাথমিকের টেট  (TET)।  দিলীপ ঘোষের (Dilip Ghosh) আবেদন খারিজ করে জানিয়ে দিল হাইকোর্ট (Calcutta Highcourt)। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে জানান হয়েছে, 'রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে যাতে প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে। পরিবহণ দফতরকে উপযুক্ত  ব্যবস্থা রাখতে হবে। যাঁরা পরীক্ষার অ্যাডমিট কার্ড (Admit Card) দেখাবে তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে হবে'।  

১৩ সেপ্টেম্বর, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল ১০ ডিসেম্বর, হবে প্রাথমিকের TET, কিন্তু, পরে সেই দিন বদলে করা হয় ২৪ ডিসেম্বর। আর এখানেই দানা বাধে বিতর্কের।  ২৪ ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধা হতে পারে এই মর্মে পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেন দিলীপ ঘোষ। সেই আবেদন খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

Continues below advertisement

উল্লেখ্য, ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের দিনই টেট পরীক্ষা। মনে হয় না সমস্য়ার কিছু হবে, গতকাল এই দাবি করেছিলেন শিক্ষামন্ত্রী।                

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের জন্য টেট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আগামী ২৪ ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ওই দিনই রাজ্যে TET। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে যান-নিয়ন্ত্রণ করবে পুলিশ। অসুবিধায় পড়তে পারেন পরীক্ষার্থীরা। এই কারণ দর্শিয়ে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে গিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। সেই মামলার প্রেক্ষিতেই আজ এই নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে।  

আরও পড়ুন, একসঙ্গে ৫৭ হাতির দাঁত পোড়ালো বন দফতর 

এদিকে, ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসরে যোগ দিতে ২৪ ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। তার আগে একযোগে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ তুলেছে আয়োজক সংস্থা ও বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। ধর্মের রাজনীতি নিয়ে দুই দলকেই খোঁচা দিয়েছে সিপিএম।                                                                                       

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

Continues below advertisement
Sponsored Links by Taboola