কলকাতা: বাংলার ভোট (Panchayat Elextion 2023) হিংসা ইস্য়ুকে এবার দিল্লিতে নিয়ে গেল বিজেপি। সংসদে আলোচনা চেয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই ইস্য়ুতেই আজ, সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরা। এনিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।


ভোট হিংসা ইস্য়ু নিয়ে এবার দিল্লিতে বিজেপি: বঙ্গের পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসের প্রতিবাদকে এবার দিল্লির দরবারে পৌঁছে দিল বিজেপি। তৃণমূলের ২১শে জুলাইয়ের আগের দিন এই ইস্য়ুকে সংসদ অবধি নিয়ে গেল তারা। আর ঠিক সেদিনই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিল বিজেপির মহিলা সাংসদদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম।





এবারের পঞ্চায়েত ভোটেও লাগাতার সন্ত্রাস দেখেছে পশ্চিমবঙ্গবাসী। ৩৯ দিনে মৃত্যু হয়েছে ৫৫ জনের।এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের ভোট-সন্ত্রাস নিয়ে আলোচনার জন্য, লোকসভার স্পিকারকে চিঠি দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। চিঠিতে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে, সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে অশান্তি, আইন-শৃঙ্খলার অবনতি এবং ভোটে অনিয়ম বাংলাকে কলঙ্কিত করেছে। পঞ্চায়েত নির্বাচনের সময় 'ইচ্ছাকৃতভাবে' কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি।স্পর্শকাতর জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলে এত হিংসা হত না এবং মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারত।

বৃহস্পতিবার বাদল অধিবেশনের প্রথম দিনই, সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে, অবস্থান-বিক্ষোভ করেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদরা। ওঠে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান। পঞ্চায়েত নির্বাচনে অশান্তির আবহে গত সপ্তাহে রাজ্য়ে এসেছিল বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। মঙ্গলবার, ফের রাজ্যে আসে বিজেপির ৫ মহিলা সাংসদের প্রতিনিধি দল। এদিনই, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) কাছে রিপোর্ট জমা দিয়েছেন তাঁরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Nail Care Tips: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?