কলকাতা: বুধবার অমিত শাহের সঙ্গে একান্ত সাক্ষাৎকার। আর বৃহস্পতিবারই ফের চাঙ্গা তিনি। দলে নিজের অবস্থান থেকে যেমন সরছেন না, তেমনই তৃণমূলের প্রতিও সুর নরম করছেন না মোটেই। আর তাই সতীর্থদের সুরেই দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, SIR-এ পশ্চিমবঙ্গে ১.৫ কোটি নাম বাদ যেতে চলেছে। (Dilip Ghosh)

Continues below advertisement

বৃহস্পতিবার রাজ্য বিজেপি-র সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন দিলীপ। আর তার পরই সাংবাদিক বৈঠকে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। SIR প্রশ্নে দিলীপ বলেন, "SIR নিয়ে দলের কাজ হয়ে গিয়েছে। এখন BLO-রা করছেন। কিন্তু যেটা আমরা বলেছিলাম যে প্রায় ১.৫ কোটির কাছাকাছি ভুয়ো ভোটার আছে, নাম বাদ যাবে, সেটা প্রায় কাছাকাছি। ৫৮-৫৯ লক্ষ তো ফর্মই ফেরত আসেনি। নাম বাদ গিয়েছে। এর পর যে ফর্ম এসেছে, তাঁদের একাধিক জায়গায় নাম আছে। জিজ্ঞেস করা হচ্ছে, কোথায় ভোটার থাকতে চান। SMS-এ মেসেজও আসছে।" (West Bengal BJP)

দিলীপ আরও বলেন, "১ কোটি ৩৮ লক্ষ আরও এমন নাম এসে যাবে। ডাকা হচ্ছে। আরও বাড়তে পারে। সেখান থেকেও কিছু ছাঁট বেরোবে। আমাদের বক্তব্যের দিকেই যাচ্ছে প্রসিডিং। তৃণমূল বলছিল, 'কী হল, কিছুই তো হল না'! কী হল বোঝা যাচ্ছে না? তাদের মহামন্ত্রী দিল্লিতে রাজপথে দাঁড়িয়ে চিৎকার করছিলেন কাল। বোঝা যাচ্ছে আগুন লেগেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সকাল বিকেল এখনও বলছেন, 'এই করব, তাই করব, দেখে নেব'। কেন? ঠান্ডা মাথায় বসুন না! ঠান্ডা ঠান্ডা, কুল কুল। তৃণমূলকে এভাবেই দেখতে চাই আমরা। কিন্তু  এখন আর সম্ভব নয়। কারণ আগুন লেগে গিয়েছে। এই যে ১-১.৫০ কোটি নাম যদি বাদ যায়, তৃণমূল থাকবে কোথায়! এটাই সত্য, তথ্য প্রমাণ দিচ্ছে।"

Continues below advertisement

তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ বলেন, "তৃণমূল এমন একটা দল, সেটা পাখির মধ্যে পড়ে, না কি পশুর মধ্যে পড়ে, না জলচরের মধ্যে পড়ে, নীতি কী, আদর্শ কী, সংবিধান আছে কি না, কেউ জানে না। পাহাড়ে যে সব গরু থাকে, বৃষ্টির সময় তাদের চুল লম্বা হয়ে যায় কুকুরদেরও হয়। গরমে আবার খুলে যায়। এরা ক্ষমতা দখলের জন্য যা করার করে।"

কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতো শুরু হবে বিজেপির ম্যারাথন সভা, কর্মসূচি। কিন্তু এর মাঝে কি ফ্যাক্টর হতে পারে বিশেষ কোনও নাম? সেই প্রশ্নেরও স্পষ্ট জবাব দিয়েছেন দিলীপ। তিনি বলেন, "দিলীপ ঘোষ, বিজেপি নেতা- সবাই ডাকলে যাব। উনিও আমাদের নেতা। সুকান্তদা আছেন। বা তাঁদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাব। এই যে আমাদের ২৯৪টা সিট আছে, সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয়, তাহলে আমাদের সবাইকে যেতে হবে।এক জায়গায় ৪ জন মিলে সভা করে তো আমরা কভার করতে পারব না।"