রণজিৎ সাউ, কলকাতা: রাজ্যজুড়ে একাধিক ইস্যুতে চলছে বিক্ষোভ। টেট (TET) বিক্ষোভে অশান্ত শহরের রাজপথ। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) টাটা মোটরস (Tata Motors) এবং সিঙ্গুর (Singur) নিয়ে করা মন্তব্যর পাল্টা কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।  বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি বলেন, "এর থেকে ভাল জোকস আর হয় না। জীবনে যত ভালো জোকস বলেছেন তার থেকে সবথেকে ভালো জোকস হচ্ছে এইটা। লোক দেখেছে উনি ধর্না মঞ্চে বসে কী করেছিলেন। বিরিয়ানি খেয়ে ধর্না দিয়েছিলেন, অনশন করেছিলেন। সে নাটক সবাই জানে। এখন এসব বলে প্রায়শ্চিত্ত হবে না। বাংলাকে শিল্প মুক্ত করেছেন উনি। এই কৃতিত্বটা ওঁর। ইতিহাসে নাম থেকে যাবে।"                                                                        


প্রসঙ্গত, সিঙ্গুর থেকে টাটা-বিদায়ের জন্য দায়ী কে? এ বিষয়ে বুধবার চাঞ্চল্যকর দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আপনারা লোকের জমি জোর করে দখল করতে গেছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি। জায়গার তো অভাব নেই, আমি জোর করে কেন জমি নেব? আমরা এত প্রোজেক্ট করেছি, জোর করে তো জমি নেইনি। কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে, আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, টাটা চাকরি দিচ্ছে, আরে টাটাকে আমি তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে।" 


আরও পড়ুন, অনশনের ৪৭ ঘণ্টা, ধর্নার ৬৮ ঘণ্টা পার! চাকরির দাবিতে অনশনে অবরুদ্ধ করুণাময়ী


অন্যদিকে টেট দুর্নীতি নিয়ে দিলীপ ঘোষ বলেন, "যত অনৈতিক কাজ পশ্চিমবঙ্গে হচ্ছে। কারও কোনও ভয়ডর নেই। এখানে চুরি করতে তাই সারা দেশ থেকে লোকেরা আসছে বাংলায়। বাংলায় যেসব টাকা পয়সা রয়েছে বেশিরভাগই অনৈতিক। চাকরিবাকরি কোনও কিছু নেই।" 


দিলীপের কথায়, "এই আন্দোলনে যারা নিজের অধিকারের জন্য নিজের প্রাণকে বাজিয়ে রেখেছে তাদেরকে বলছে অনৈতিক। তাদেরকে দেবে নীতি-নৈতিকতা বোঝাচ্ছে। সরকার কতটা নীতির কাজ করছে কোর্টে গিয়ে সব জায়গায় কানমোলা খাচ্ছে। যারা জীবনের শেষ প্রান্তে বয়স পার হয়ে যাচ্ছে সরকারি চাকরির, সেখানে বাধ্য হয়ে অনশন করছেন তারা। কীসের আশ্বাসে অনশন তুলে নেবে সরকার? মিডিয়াতে বললে হবে না তাদের সামনে এসে বলা উচিত।".