কলকাতা: সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজনৈতিক তাপ-উত্তাপ চরমে (Panchayat Elections 2022)। এ বার তৃণমূল (TMC) নেতাদের গাছে বেঁধে মারের দাওয়াই দিতে শোনা গেল তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। তৃণমূল নেতাদের গাছে বেঁধে, কলার ধরে হিসেব নিকেশ মিটিয়ে নেওয়ার নিদান দিলেন সাধারণ মানুষের উদ্দেশে। তাঁর এই মন্তব্যে নতুন করে তরজা শুরু হয়েছে। 


তৃণমূল নেতাদের গাছে বেঁধে মারের দাওয়াই দিতে শোনা গেল দিলীপ ঘোষকে


 পঞ্চায়েত নির্বাচনের আগে শক্তিগড়ের সভায় এমন মন্তব্য করেন দিলীপ। তিনি বলেন, "গতবার পঞ্চায়েত ভোটে পুলিশ, গুন্ডা দিয়ে মনোনয়ন জমা দিতে দেয়নি তৃণমূল। যারা জিতেছিল, পাঁচ বছর লুঠ করেছে। পাবলিকের মারের ভয়ে এখন তারা পালাচ্ছে। কাউকে ছাড়বেন না। গাছে বেঁধে রেখে, কলার ধরে হিসেব চাইবেন। কারণ চুরির টাকায় যারা বাড়ি-গাড়ি করেছে, সেটা আপনার টাকা। পঞ্চায়েতের কাছ থেকে পাই-পয়সা বুঝে নেবেন।"


এর জবাবে তৃণমূলের সাংসদ শান্তনু সেন বলেন, "দিলীপ ঘোষের মুখ থেকে তো এই ধরনের কথাই বেরোবে!উনি তো নিজের দলেই কোণঠাসা! যাঁদের দল ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, গোষ্ঠীদ্বন্দ্বে, অন্তর্দ্বন্দ্বে জেরবার, তাঁরা যে সন্ত্রাসকে হাতিয়ার করেই বাঁচতে চাইবেন, গত কয়েক মাস ধরেই তার প্রমাণ পাচ্ছি আমরা। তাই দলের ক্যাডারদের উস্কানি হিচ্ছেন।"


আরও পড়ুন: Projapoti Controversy: নন্দনে ছবি দেখানো মুখ্যমন্ত্রীর হাতে নেই, প্রজাপতি বিতর্কে মুখ খুললেন ফিরহাদ


কিন্তু বিজেপি চাইলেও, বাংলায় সন্ত্রাস চালানো যাবে না বলেও এ দিন মন্তব্য করেন শান্তনু। তিনি বলেন, "উনি ভুলে যাচ্ছেন, এটা বাংলা। এটা গুজরাত নয়। সন্ত্রাসের জায়গা নয় বাংলা। তাই যত এমন কথা বলবেন, ততই জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন ওঁরা।"


এর আগে, বীরভূমের তৃণমূল সভাপতি, গরুপাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকেও কটাক্ষ করেন দিলীপ। বলেন, "বীরভূমের বাঘকে খাঁচায় রেখেছে সিবিআই। এর পর তিহাড় জেলে গেলে দিল্লির মানুষও খাঁচাবন্দি বাঘকে দেখতে পাবে।"  


পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক তাপ-উত্তাপ বেড়েই চলেছে


সেই নিয়ে দিলীপকে একহাত নেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, "অনুব্রতকে নিয়ে দিলীপ ঘোষের এত মাথা ব্যথা কেন? কাল কেউ দিলীপদার নাম বলে, উনি গ্রেফতার হবেন? নাম বললে গ্রেফতার হয় না, প্রমাণ লাগে। দিল্লি নিয়ে যাবে কি যাবে না, এত আগ্রহ কেন। সবাই আইনি লড়াই লড়তে পারেন। তিহাড়ে থাকলে জিতে গেলাম, আসানসোলে থাকলে হেরে গেলাম, এমন কিছু আছে কি! এত আগ্রহ কেন?"