সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’-এ মেতেছে গোটা দেশ। সেই রেশ বজায় রেখেই বকেয়া পুরভোটের (WB Municipal Polls 2022) আগে বিজেপি (BJP) কর্মীদের উদ্বুদ্ধ করতে ‘কাঁচা বাঁশ’-এর দাওয়াই বাতলে দিলেন রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দলের ছেলেদের কাঁচা বাঁশ নিয়ে তৈরি থাকতে বললেন তিনি।


বুধবার পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur News) ক্ষীরপাইতে দলের হয়ে প্রচারে গিয়েছিলেন দিলীপ। সেখানেই এমন মন্তব্য করেন তিনি। বলেন, ‘‘নিজেদের জোরেই ভোট করতে হবে। তার প্রস্তুতি চলছে। কাঁচা বাঁশ কেটে রেখেছে আমাদের লোকেরা। দরকারে ব্যবহার করব।’’


বকেয়া পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী (Central Forces) না রাজ্য পুলিশকে দিয়ে ভোট করানো হবে, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (WB Election Commission) হাতেই ছেড়েছে কলকাতা হাই কোর্ট। কিন্তু কমিশনের উপর ভরসা করতে নারাজ দিলীপ। বরং কাঁচা বাঁশ হাতে দলের ছেলেদের প্রস্তুত থাকার পরামর্শ দিলেন তিনি।


আরও পড়ুন: Anubrata Mandal Biography: ব্রাত্যর হাত ধরে ‘কেষ্ট’র উপাখ্যান, প্রকাশিত হল অনুব্রতর জীবনী


পরাজয়ের ভয়ে ক্ষীরপাইতে তৃমমূলের তরফে দাপাদাপি শুরু হয়েছে বলেও অভিযোগ করেন দিলীপ। তাঁর কথায়, ‘‘লোকসভায় এখান থেকে লিড পেয়েছে বিজেপি। তাই ভয় দেখিয়ে বেড়াচ্ছে তৃণমূল। পোস্টার, ব্যানার ছিঁড়ে আমাদের আটকানোর চেষ্টা করছে। তবে আমাদের লোকেরা সক্তপোক্ত। ওরা যে ভাবে জবাব চায়, সে ভাবেই জবাব দেওয়া হবে।’’


তবে দিলীপের হুঁশিয়ারি কানে তুলতে নারাজ পশ্চিম মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের (TMC) জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি। তাঁর কথায়, ‘‘ওঁর খুশি মতো কাঁচা বাঁশ কাটতে পারেন। গুটিকয়েক বিজেপি রয়েছে। ঝাড়ে গিয়ে বাঁশ কাটারও কর্মী নেই। ওই কাঁচা বাঁশ যাদের বিরুদ্ধে ব্যবহার করবে, তারা যে পাল্টা পাকা বাঁশ ব্যবহার করবে না, তা উনি বুঝলেন কী করে?’’


আগামী ২৭ ফেব্রুয়ারি ক্ষীরপাই-সহ রাজ্যের ১০৮টি পুরসভা ওয়ার্ডে ভোটগ্রহণ। তার আগে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে তারজায় নয়া মাত্রা যোগ করেছে এই বাক্য বিনিময়।