নয়াদিল্লি: গতবার আইপিএলের শেষেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর সানরাইজার্সের হয়ে খেলবেন না। এবার দিল্লি ক্যাপিটালসে (delhi capitals) অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে (david warner) দলে নিয়েছে ৬ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে। শিখর ধবন, পৃথ্বী শ-র মতো ওপেনার রয়েছেন। যুক্ত হয়েছে ওয়ার্নার। এমনকী এবারের নিলামে দিল্লি ঘরের ছেলে সদ্য যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক যশ ধূলকেও দলে নিয়েছে। আর আইপিএলে ওয়ার্নারের সঙ্গে একই দলে খেলবেন, এই আনন্দে আত্মহারা ধূল। এক সাক্ষাৎকারে যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ''দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে পেরে খুবই ভাল লাগছে। আমি খুবই খুশি। রিকি পন্টিংয়ের তত্ত্বাবধানে খেলতে পারব। এছাড়াও ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ব্যাট করতে নামাটাও ভাগ্যের। ওঁনার সঙ্গে পার্টনারশিপ গড়তে চাই।''


ঘরোয়া ক্রিকেটে পা রেখেই নজর কেড়েছেন। রঞ্জিতে তামিলনাড়ুর বিরুদ্ধে ২ ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। যশ বলছেন, ''জোফ্রা আর্চার এমন একজন যাঁর বল আমি খেলতে চাই। বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার জোফ্রা। সামনে থেকে ফেস করতে চাই ওঁকে।''


রঞ্জিতে তামিলনাড়ুর(Tamilnadu) বিরুদ্ধে দিল্লির ওপেনার যশ ধূল প্রথম ইনিংসে করেছিলেন ১১৩ রান। দ্বিতীয় ইনিংসেও সেই একই রান করে অপরাজিত থাকেন যশ। তৃতীয় ভারতীয় হিসেবে এই কাণ্ড ঘটালেন যশ ধূল। এরপর দুই দলের অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র হয়ে যায়।



যশের আগে এই কৃতিত্ব গড়েছিলেন মাত্র ২ জন। ১৯৫২ সালে গুজরাটের হয়ে নরি কন্ট্রাক্টর অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ১৫২ রান করেন। দ্বিতীয় িনিংসে তিনি ১০২ রান করেন। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি হলেন মহারাষ্ট্রের বিরাগ আওয়াতে। তিনি মহারাষ্ট্রের প্লেয়ার ছিলেন। নিজের অভিষেক ম্য়াচে প্রথম ইনিংসে ১২৬ ও দ্বিতীয় ইনিংসে ১১২ রান করেন তিনি। 


আরো পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো শুরু, কে এগিয়ে? কে পিছিয়ে?