শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর যখন সরকারি জমি দখলমুক্ত করতে চলেছে বিচ্ছেদ অভিযান সেই সময়ই দিনহাটায় বন্ধ করা হল বিরিয়ানির (Biryani) দোকান। 


আজ পৌরসভা ও স্বাস্থ্য দফতর যৌথ অভিযান চালিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সব বিরিয়ানির দোকান। দিনহাটা পৌরসভার সূত্রের খবর বেশ কিছু দিন ধরেই দিনহাটা শহরের অলিতে গলিতে গজিয়ে ওঠা বিরিয়ানির দোকানগুলির বিরুদ্ধে গ্রাহক ও ক্রেতাদের কাছ থেকে অভাব-অভিযোগ আসছিল। আর তা সরজমিনে খতিয়ে দেখতে যান দিনহাটা পৌরসভা এবং স্বাস্থ্য দফতরের কর্মীরা। এদিন উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মহেশ্বরী, দিনহাটা হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডল- সহ অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা। 


দিনহাটা শহরের বিভিন্ন এলাকায় বিরিয়ানির দোকানে হানা দেওয়া হয়, কোথাও পাওয়া যায় পচা দুর্গন্ধযুক্ত মাংস, আবার কোথাও খাবার রং করার রাসায়ানিক। বিরিয়ানির দোকানগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ দেখে চক্ষুচড়কগাছ আধিকারিকদের। অবিলম্বে দিনহাটা শহরের সমস্ত দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 


আরও পড়ুন, বৃষ্টিতে ভেসেছে চতুর্দিক, রাস্তায় হেঁটে ঘুরছে কুমির! আতঙ্কে কাঁটা শহরবাসী


পাশাপাশি বিরিয়ানির দোকানের ব্যবসায়ীদের আগামী কালের মধ্যে তাদের ফুড লাইসেন্স ও ট্রেড লাইসেন্স নিয়ে পৌরসভায় আসার কথা বলা হয়েছে। দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মহেশ্বরী বলেন, অনেকদিন থেকে সাধারণ মানুষ বিরিয়ানির গুণগতমান নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং বিভিন্ন অভিযোগ পৌরসভায় জমা পড়েছে, তা খতিয়ে দেখতেই আর যাওয়া হয়েছিল এবং যা দেখা গেল তা খুবই খারাপ অবস্থা। অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হচ্ছে খাবারদাবার। কোথাও আবার পচা মাংস। আপাতত বিরিয়ানির দোকান দিনহাটা শহরে বন্ধ রাখার কথা বলা হয়েছে।


অন্যদিকে হকার উচ্ছেদ নিয়ে তীব্র অসন্তোষের মধ্যেই আপাতত উচ্ছেদ-অভিযান বন্ধ, হকারদের ১ মাসের সময় দিয়েছেন মুখ্য়মন্ত্রী। এনিয়ে সার্ভে করার নির্দেশ দিলেন পুলিশ-প্রশাসনকে। পাশাপাশি, হকারদের জন্য় আলাদা জোন, স্টোররুম তৈরি করে দেওয়া সহ একাধিক পদক্ষেপের কথাও ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী।                                                                     



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে