শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বাড়ি ঘেরাওয়ের পর দিনহাটায় (Dinhata) আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) কনভয়। ভাঙল কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর গাড়ির কাচ, গুলি-বোমা চলার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে। হামলার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। নিশীথের কনভয়ে হামলার ঘটনা নিয়ে পাল্টা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। তৃণমূলের কালো পতাকা দেখানো ঘিরে বিজেপির (BJP) সঙ্গে সংঘর্ষ। এদিকে, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ঘাসফুল শিবিরের তরফে বলা হয়েছে যে এই ঘটনায় কয়েকজন তৃণমূলকর্মী আহত হয়েছেন। 


এদিকে এই ঘটনা নিয়েই এবার হুঁশিয়ারির সুর শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর গলায়। দিনহাটায় উদয়ন গুহ বলেন, 'একজনও বিজেপি কর্মী যেন এলাকা ছাড়়তে না পারে। নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে বিজেপিকে, হুমকি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর'। নিশীথ এও বলেন, 'বিজেপির কোনও কর্মীকে বুড়িরহাটের রাস্তায় যেন না দেখা যায়। নিশীথের চক্রান্ত, ৩৬টা গাড়ি নিয়ে এখানে এসেছে...গাড়িতে অ্যান্টিসোশাল ছিল...দিনহাটায় ঢুকেছে গোলমাল করার জন্য, চোখের সামনে দেখলেন কীভাবে বুড়িরহাটে আক্রমণ করেছে, গুলি ছুড়েছে, সাধারণ ব্যবসায়ীর ট্যাঙ্কের, এই হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাজ!'                           


কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বনাম উত্তরবঙ্গ মন্ত্রীর মহাভারতে কুরুক্ষেত্র কোচবিহারের দিনহাটা। শনিবার দিনহাটার বুড়িরহাটে, আক্রান্ত এক দলীয় কর্মীর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। আগে থেকেই এলাকায় কালো পতাকা নিয়ে মিছিল করছিল তৃণমূল। প্রায় ৪০টি গাড়ির কনভয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এলাকায় ঢুকতেই, মিছিল আটকে দেয় পুলিশ।


আরও পড়ুন, নিশীথের গাড়িতে হামলার পাল্টা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, হুঙ্কার দিলীপের


দলীয় কর্মীর সঙ্গে দেখা করে দিনহাটার দিকে রওনা দেন নিশীথ প্রামাণিক। কিন্তু, বাসন্তীরহাট পেরনোর পরে, গাড়ি ঘুরিয়ে ফের বুড়িরহাটে ফিরে আসেন তিনি। ঠিক কনভয়ের মুখোমুখি চলে আসে তৃণমূলের মিছিল। স্লোগান, পাল্টা স্লোগানের মধ্যেই ইটবৃষ্টি শুরু হয়। ভেঙে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ির কাচ।                                                      


রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে বারবার শিরোনামে উঠে এসেছে দিনহাটা। এবার দুই মন্ত্রীর দ্বন্দ্বের রেশে পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহারের এই জনপদ।