কলকাতা: এবার সিভিক ভলান্টিয়ারদের পুজো-বোনাসে বৈষম্যের অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোশাল মিডিয়ায় লিখলেন, 'কলকাতা পুলিশের আওতাধীন সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস ৫ হাজার টাকার বেশি। অথচ রাজ্য পুলিশের আওতায় থাকা সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস মাত্র ২ হাজার। দক্ষিণ কলকাতা থেকে প্রশাসন চালালে এটাই হবে। ওঁদের চোখে বাকি পশ্চিমবঙ্গের (West Bengal) বাকি অংশ ঝাপসা। কেন এই বৈষম্য? স্বরাষ্ট্রসচিব ব্যবস্থা নিন'। এদিন এভাবেই সোশাল মিডিয়ায় পোস্টে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।                                           


 



 


দোরগোড়ায় পুজো (Durga Pujo 2023)। রাত পেরোলেই মহালয়া। তবে এ নিয়েও অব্যাহত রাজনৈতিক তরজা। শুভেন্দু অধিকারি একদিকে যখন বোনাস নিয়ে সরব। অন্যদিকে ট্যুইটবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ট্যুইট করে জানিয়েছেন, 'রাজ্যের সকল সিভিক ভলেন্টিয়ারদের একই পরিমাণে অর্থাৎ ৫ হাজার ৩০০ টাকা করে পুজোর বোনাস দেওয়া হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, স্বাস্থ্য দফতরের অধীনে কর্মরত আশাকর্মীরাও একই পরিমাণে পুজোর বোনাস পাবেন।  পুজো উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রত্যেকেই আগাম শুভেচ্ছা জানিয়েছেন। মূলত নাম না করলেও সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস নিয়ে শুভেন্দু অধিকারীর অভিযোগ খারিজ করলেন মুখ্যমন্ত্রী (CM)।