সুদীপ বন্দ্যোপাধ্যায়, উত্তর দিনাজপুর: পরিকাঠামোর অভাবে দুই প্রসূতির মৃত্যুর অভিযোগ। ইসলামপুরের (Islampur) একটি নার্সিংহোমকে এক মাসের জন্য সাসপেন্ড করল উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলা স্বাস্থ্য দফতর। আগামী এক মাস পরিষেবা বন্ধ রাখার নির্দেশ। চিকিৎসাধীন রোগীদের ইসলামপুর মহকুমা হাসপাতালে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দুই প্রসূতির মৃত্যুর অভিযোগ: জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশে বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, স্বাস্থ্য দফতরের নিয়ম মেনে নার্সিংহোম চালু থাকলে এলাকার মানুষ উপকৃত হবেন। তাঁদের দাবি, আগামী একমাস পর নার্সিংহোমের পরিকাঠামো খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর তারপরই তার সাসপেশন প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে লিখিত নির্দেশিকায় জানানো হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত মাসে রঙ্গিলা খাতুন এবং রুবিনা খাতুন নামে দুই প্রসূতিকে ইসলামপুরের আশা নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। কিন্তু চিকিৎসার পরও প্রসূতির অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই দুই প্রসূতির মৃত্যু হয়েছিল। গত ২৬ সেপ্টম্বর উত্তর দিনাজপুরের স্বাস্থ্য দফতর জেলা শাসকের উপস্থিতিতে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকেই এই নার্সিংহোমকে এক মাসের জন্য সাসপেন্ড করা সিদ্ধান্ত নেওয়া হয়। নার্সিংহোমে ভর্তি থাকা রোগীদের বৃহস্পতিবারের মধ্যে সরিয়ে দেবার নির্দেশ দেওয়া হয়। এদিন সকালেই নার্সিংহোম পরিদর্শনে যান ইসলামপুর মহকুমা আধিকারিক অনুরাধা লামা। কর্তৃপক্ষ আজকের মধ্যে রোগীদের সরিয়ে না দিলে শুক্রবার প্রশাসনিকভাবে তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে সরিয়ে দেবে স্বাস্থ্য দফতর।
এদিকে শিশুমৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে আরেক জেলায়। আর এই অভিযোগ এদিন বর্ধমান মেডিক্যাল কলেজে বিক্ষোভ। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃত শিশুর পরিবার। বর্ধমান থানায় চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় হাসপাতালের সুপার জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
আরও পড়ুন: WB Dengue: বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, টাস্ক ফোর্স গঠন মালদায়, জলপাইগুড়িতে বৈঠক জেলা স্বাস্থ্য দফতরের