সৌভিক মজুমদার, কলকাতা: পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলা থেকে অব্যাহতি নিল হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। মূল মামলা প্রাথমিকে নিয়োগ দুর্নীতির হওয়ায়, এই মামলা শোনার এক্তিয়ার তাঁদের বেঞ্চের নেই বলে জানালেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়।
অব্যাহতি নিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ: পুরসভার নিয়োগ দুর্নীতির মামলা থেকে অব্যাহতি নিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে এই বেঞ্চেই শুনানির আবেদন জানানো হয়েছিল রাজ্যের তরফে। বিচারপতিরা জানান, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন, এবং মূল মামলা ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে। প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা শোনার এক্তিয়ার নেই এই বেঞ্চের। তাই এই মামলাও এই বেঞ্চের পক্ষে শোনা সম্ভব নয়। এই কারণেই, পুরসভার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে।
স্কুলে নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্ত করতে গিয়ে প্রকাশ্য়ে আসে, পুরসভার নিয়োগেও ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ। বহিষ্কৃত তৃণমূল নেতা, শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় ঘনিষ্ঠ, হুগলির প্রোমোটার, অয়ন শীলের অফিসে তল্লাশিতে উদ্ধার হয় এই সংক্রান্ত বহু নথি, হার্ডডিস্ক। গত ২১ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রয়োজনে নতুন FIR দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই।সিবিআইকে সব রকম সহযোগিতা করতে হবে রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে।এরপরই, হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। কিন্তু, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে কলকাতা হাইকোর্টে মামলা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট।
হালিশহর, বীরনগর থেকে বরানগর, উলুবেড়িয়া, পানিহাটি থেকে কামারহাটি, উত্তর দমদম থেকে দক্ষিণ দমদম, দমদম, ডায়মন্ড হারবার থেকে নিউ ব্যারাকপুর। অভিযোগ, যে ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রির মিডলম্যান ছিলেন শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় ঘনিষ্ঠ অয়ন শীল, তার মধ্যে রয়েছে এই পুরসভাগুলিও। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার আদালতের নির্দেশের দিকেই তাকিয়ে সব মহল।
আরও পড়ুন: Sleep vs Work Performance: রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস