কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। আর এবারও জেলার জয়। মেধা তালিকার প্রথম দশে আছে ১১৮ জন। প্রথম দশের মেধা তালিকায় থাকা ১৬ জেলার ১১৮ জনের মধ্যে নেই কলকাতার কোনও পড়ুয়া। এদিন বেলা ১২টা থেকে পরীক্ষার্থীরা এবিপি আনন্দের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। রোল নম্বর ও জন্মতারিখ দিলেই দেখা যাচ্ছে রেজাল্ট। পরীক্ষা শেষের ৭৬ দিন পর প্রকাশিত হচ্ছে এ বছরের মাধ্যমিকের ফল।


মেধাতালিকায় জেলার জয়জয়কার: মেধা তালিকার প্রথম ১০টি স্থানে থাকা ১১৮ জন কৃতীর মধ্যে ২১ জন মালদা জেলার। পূর্ব বর্ধমানের ১৭ জন এবং বাঁকুড়ার ১৪ জন। মেধাতালিকায় নজর কেড়েছে রামকৃষ্ণ মিশন। মালদার ২১ জনের মধ্যে ১৩ জনই মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া। প্রথম দশের ১১৮ জনের মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পড়ুয়া রয়েছে ১২ জন। অন্যদিকে, বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের ৭ জন ও পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ৬ জন রয়েছে প্রথম দশে।


একনজরে দেখে নিন পূর্ণাঙ্গ মেধাতালিকা






















 


এ বছর সব মিলিয়ে ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন পরীক্ষার্থী মাধ্য়মিক পরীক্ষা দিয়েছিল। গতবারের থেকে ৪ লক্ষ পরীক্ষার্থী কমেছে। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্য়া ২২ শতাংশ বেশি। পাস করেছে মোট ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন।অকৃতকার্য হয়েছে ১ লক্ষের বেশি পরীক্ষার্থী। গতবছরের চেয়ে শূন্য় দশমিক ৪৫ শতাংশ কমেছে পাসের হার। গত বছর ছিল ৮৬ দশমিক ছয় শতাংশ। এবছর ৮৬ দশমিক এক পাঁচ শতাংশ। কমেছে ফার্স্ট ডিভিশনের সংখ্য়াও।৬০ শতাংশের ওপরে পেয়েছে ১৩ দশমিক ৬৭ শতাংশ পরীক্ষার্থী। গ্রেড AA বা ৯০ শতাংশের ওপর নম্বর প্রাপকের সংখ্য়াও বেশ কম।


আগামী বছর কবে মাধ্যমিক? 


২০২৪ সালে লোকসভা ভোট। এই প্রেক্ষাপটেই এগিয়ে এল আগামী বছরের মাধ্য়মিক পরীক্ষা। শুক্রবার চলতি বছরের মাধ্য়মিকের ফল প্রকাশ করে ২০২৪ সালের পরীক্ষার সূচি ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক। পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ২ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা, ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা , ৫ ফেব্রুয়ারি ইতিহাস, ৬ ফেব্রুয়ারি ভূগোলের পরীক্ষা, ৮ ফেব্রুয়ারি অঙ্ক, ৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ১০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান এবং ১২ ফেব্রুয়ারি হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা । চলতি বছর ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ৪ মার্চ। সাগরদিঘির উপ-নির্বাচনের জন্য বদল করতে হয় ইতিহাস পরীক্ষার দিন। ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ইতিহাস পরীক্ষা নেওয়া হয় ১ মার্চ।


আরও পড়ুন: Sleep vs Work Performance: রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস


Education Loan Information:

Calculate Education Loan EMI