কলকাতা: ডিএলএডের পার্ট-১ পরীক্ষা স্থগিত। বিজ্ঞপ্তি দিয়ে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৯, ১০, ১১ মার্চ ডিএলএডের পার্ট-১ পরীক্ষা হওয়ার কথা ছিল। ১০ মার্চ রাজ্য সরকারি কর্মীদের ধর্মঘটের কারণে পিছোল পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পর ডিএলএডের পার্ট-১ পরীক্ষা, জানাল পর্ষদ। 


অন্যদিকে, গ্রুপ D-র ওয়েটিং লিস্ট কিন্তু গঙ্গার মত স্বচ্ছ নয়। ওয়েটিং লিস্ট থেকে নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। আজ গ্রুপ D-র নিয়োগ সংক্রান্ত একটি মামলায় এই কথা বলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।



শিক্ষক নিয়োগে চারদিকে দুর্নীতির অভিযোগের ছড়াছড়ি। আর সেইসঙ্গে নিত্যদিন কোর্টের কড়া নজরে, নানা কড়া মন্তব্য। কোন লিস্ট যে স্বচ্ছ, আর কার মধ্য়ে যে বেনোজল রয়েছে, তাই বুঝে উঠা দায়। কার্যত একটা সন্দেহের আবহ। আর এই আবহেই মঙ্গলবার, গ্রুপ D-র নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু বললেন, গ্রুপ D-র ওয়েটিং লিস্ট কিন্তু গঙ্গার মত স্বচ্ছ নয়। এটা মনে রাখতে হবে।                                                                      


পাশাপাশি, মাধ্যমিকের মধ্যে ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল করলে পরীক্ষায় প্রভাব পড়তে পারে। তাই এখন এই বিষয়ে নির্দেশ দেওয়া সমস্যার। নবম-দশমের শিক্ষক নিয়োগ-মামলায় মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। মাধ্যমিক মিটলে পরবর্তী পদক্ষেপ করবে আদালত, মন্তব্য করলেন বিচারপতি।                


আরও পড়ুন, অ্যাডিনো ঘিরে আতঙ্ক, শিশুরোগীতে ভর্তি হাসপাতাল, নেই পর্যাপ্ত শয্যা!


বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এ বছর জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন পড়ুয়া। সোমবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলার শুনানিতে, বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা চলছে, এখন ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল হলে পুরো পরীক্ষায় তার প্রভাব পড়বে। পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারে। তাই এখনই এনিয়ে কোনও নির্দেশ দেওয়া সমস্যার। মাধ্যমিক মিটলে পরবর্তী পদক্ষেপ করবে আদালত। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি মাধ্যমিক মিটলে আরও অনেক অযোগ্য় প্রার্থীর চাকরি যেতে চলেছে? 


Education Loan Information:

Calculate Education Loan EMI