পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়া রাজনীতির পরিসরে বসন্ত উৎসবে আবির মেখে নৃত্যে পা মেলালেন রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি। বাঁকুড়ার মুকুটমণিপুরে আজ অনুষ্ঠিত হল পলাশ উৎসব। বিগত বছর গুলির ন্যায় মুকুটমণিপুরের পলাশ উৎসবে এদিন পলাশে-আবিরে রঙিন হয়ে উঠে। রাজনীতির পাশাপাশি সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় দেখা গেল রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। 

বসন্ত উৎসবে নৃত্যের তালে পা মেলালেন প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি

এদিন বসন্তের আবির মেখে রীতিমতো নৃত্যের তালে তালে পা মেলালেন জ্যোৎস্না মান্ডি। মন্ত্রী ছাড়াও এদিনের পলাশ উৎসবে উপস্থিত ছিলেন খাতড়ার এসডিও চিকিৎসক শুভম মৌর্য্য-সহ অন্যান্য প্রশাসনের কর্তারা। মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে খাতড়া মহকুমা প্রশাসনের সহযোগিতা বসন্তের নাচে-গানে মাতেন এলাকার শিল্পীরা। উৎসব ঘিরে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন,পর্যটকদের বাড়তি পাওনা ছিল এদিনের এই পলাশ উৎসব। একে অপরকে রাঙিয়ে তুলেন উপস্থিত সকলেই।মন্ত্রী জোৎস্না মান্ডি বলেন,  'সবাইকার একটা ব্যক্তিগত জীবন আছে।' তাই আজ সব ভুলে  সাধারণ মানুষের সাথে বসন্তের আবিরের রঙিন হয়ে উৎসবে পা মেলালেন, বলে জানিয়েছেন। বাঁকুড়া জেলার বাইরে থেকে আসা পর্যটকেরাও মুকুটমণিপুরের এই বসন্ত উৎসবে সামিল হতে পেরে খুব উচ্ছ্বসিত।

অন্য ভূমিকায় রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি

সালটা ২০২৪। বর্ষবিদায়ের মাসে এক অন্য ভূমিকায় দেখা গিয়েছিল রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। রাজনীতির বাইরে যে একটা নিজস্ব জীবন আছে, সেটা সাম্প্রতিককালে রাজনীতিকদের মধ্যে দেখা গিয়েছে। মাঝে মধ্যেই অন্য ভূমিকায় দেখা যাচ্ছে রাজনীতিবিদদের। গতবছর দিল্লির ফ্যাশন শোয়ে ব়্যাম্পে হেঁটেছিলেন বিজেপি-র সাংসদ তথা রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। আর গতবছরের শেষে ব়্যাম্পে দেখা গিয়েছিল রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকেও। আদিবাসী ফ্যাশোন শোয়ে ব়্যাম্পে হেঁটেছিলেন তিনি। 

আরও পড়ুন, আজ ১৪ মার্চ, নন্দীগ্রাম দিবসে আলাদা সভা বিজেপি-তৃণমূলের

'এতদিন রাজনীতির জন্য রাস্তায় হেঁটেছি, এবার...'

গতবছরের শেষে বাঁকুড়া জেলা প্রশাসনের তরফে ৩৭তম বিষ্ণুপুর মেলার আয়োজন করা হয়েছিল। সেই মেসার মূল মঞ্চে আদিবাসী ফ্যাশন শোয়ে ব়্যাম্পে হেঁটেছিলেন রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। আদিবাসী ভাইবোনদের সঙ্গে নিয়ে ব়্যাম্পে হেঁটেছিলেন তিনি। রাজনীতির মঞ্চ থেকে ব়্যাম্প ওয়াক, কী ভাবে সামলালেন তিনি?জবাবে জ্যোৎস্না বলেছিলেন, 'এতদিন রাজনীতির জন্য রাস্তায় হেঁটেছি। এবার ব়্যাম্পওয়াক। ফারাক আছে। আদিবাসীদের এই ফ্যাশন শো অভিনব। এর আগে মুকুটমণিপুরেও করেছি, এবার বিষ্ণুপুর।'