ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক, কলকাতা : রাজ্য রাজনীতিতে শুধু বাগযুদ্ধই নয়, ভাষাযুদ্ধও চলছে সেয়ানে-সেয়ানে।  একদিকে যেমন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের 'ঠুসে দেওয়া' মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে, তেমনি তৃণমূলের আরেক বিধায়ক হুমায়ুন আবার শুভেন্দু অধিকারীর জন্য বকশিস ঘোষণা করলেন! 

২৫ হাজার টাকা বকশিস !

প্রাক্তন আইপিএস বিধায়ক হুমায়ুন কবীর বললেন, বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী জিততে পারলে তাঁকে ২৫ হাজার টাকা বকশিস দেবেন ! সোশাল মিডিয়ায় ঘোষণাও করে দিলেন প্রাক্তন IPS। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন,  'শুভেন্দুবাবুর ঘাড়ে মুসলমান বিধায়করা নয়, বরং ভয় নামক ভূত চেপেছে। দিদির জোয়ারে ভেসে যাওয়ার, ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার ভয়। আপ বাঁচলে মুসলমানদের নাম তারপরে। নিজে জিতে এলে আমার তরফ থেকে ২৫ হাজার টাকা বকশিস। '   

এরপর হুমায়ুন কবীর এবিপি আনন্দ-কে জানালেন, 'আমি খুব বড়লোক নই। গরিব মানুষ। শুভেন্দুবাবু অনেক টাকা-পয়সা রাখেন। তবুও, অ্যাজ আ ম্যাটার অফ অ্যাপ্রিসিয়েশন আর কী, যদি উনি জিততে পারেন, তাহলে ২৫ হাজার টাকা আমি ব্যাঙ্ক ড্রাফট করে দেব। '

বিজেপির পাল্টা 

বিজেপির পক্ষ থেকেও পাল্টা আক্রমণ আসতে দেরি হয়নি। সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, 'ওনার তো প্রচুর টাকা। মাত্র ২৫ হাজার! তৃণমূল কংগ্রেসের কেউ কাউকে ২৫ হাজার বকশিস দিয়েছে শুনলে তো তৃণমূল কংগ্রেসের তালিকা থেকে তাঁর নাম কাঁচি হয়ে যাবে। এত টাকা কী করবেন? আরেকটু বেশি দিন, তারপরে তো চিন্তাভাবনা করা যাবে। '  

'এরা জাস্ট উড়ে যাবে '

শুধুমাত্র বকশিস ঘোষণাই নয়, আরও এক ধাপ এগিয়ে ডেবরার তৃণমূল বিধায়কের ভবিষ্য়দ্বাণী যেখানেই দাঁড়াবেন সেখানেই হারবেন শুভেন্দু অধিকারী। 'এখানে মমতা ব্যানার্জির ঘূর্ণিঝড় বলুন, জোয়ার বলুন, বা তুফান বলুন, আঁধি বলুন তার কাছে এরা জাস্ট উড়ে যাবে এবারে।'

শুভেন্দু অধিকারী যখন সরাসরি দাবি করছেন ভবানীপুরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে পরাজিত করবেন, তখন প্রাক্তন IPS অফিসার হুমায়ুন কবীর আবার শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিলেন।  

ভাষাযুদ্ধে হারজিৎ যারই হোক, ভোটযুদ্ধে জয়-পরাজয় কার হবে তা জানতে এখনও অপেক্ষা করতে হবে অন্তত ১ বছর।   

আরও পড়ুন :

কাশির সিরাপ থেকে প্রেসারের ট্যাবলেট, জাল আর জাল! আপনার পরিচিত আর কোন ওষুধ ডাহা ফেল?