কলকাতা: আরও বাড়ল রান্নার গ্যাসের দাম (LPG Price Hike)। বৃহস্পতিবার কলকাতায় ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের (LPG Cylinder) দাম হল ১ হাজার ৭৯ টাকা। এর আগে ১৯ মে, ৩ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম ১ হাজার ২৯ টাকা হয়েছিল। তার আগে ৭ মে, ৫০ টাকা বেড়ে ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি-র দাম। 


ফের দাম বাড়ল রান্নার গ্যাসের


দু'মাস আগে, গত ৬ মে গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ৯৭৬ টাকা। তার পর থেকে গত দু'মাসে, দুই পর্যায়ে, প্রথমে ৫০ টাকা দাম বাড়ে রান্নার গ্যাসের। তার পর দাম বাড়ে ৩ টাকা। আজ একধাক্কায় ফের ৫০ টাকা দাম বাড়ল গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের।


দাম বাড়ার ফলে এই মুহূর্তে ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১ হাজার ৭৯ টাকা।  পাঁচ কেজির সিলিন্ডারের দাম ৩৯৬ টাকা।  এই নিয়ে গত দু'মাসে ১০৩ টাকা বাড়ল গার্হ্যস্থ রান্নার গ্যাসের দাম। পাশাপাশি, হোটেল-রেস্তোরাঁয় ব্যবহারের ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮ টাকা কমে হয়েছে ২ হাজার ১৩২ টাকা (Commercial LPG)। 


আরও পড়ুন: Fuel Crisis : ' তেল নেই', রাস্তায় নামতেই পারল না শহরের গুরুত্বপূর্ণ রুটের সরকারি বাস !


এ দিন গোটা দেশে রান্নার গ্যাসের দাম একধাক্কায় অনেকটাই বেড়েছে। এ দিন গোটা দেশে রান্নার গ্যাসের দাম সর্বোচ্চে গিয়ে ঠেকেছে, যা হল ১২৪৯ টাকা। রাজধানী দিল্লিতে গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৫৩ টাকা। সেখানে ৫ কেজির সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়ানো হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে সাড়ে ৮ টাকা।


দেশের সর্বত্র হেঁশেলে ঝাঁঝ টের পাওয়া যাচ্ছে


এ দিন মুম্বইতে গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৫২টাকা ৫০ পয়সা। ১ হাজার ৬৮ টাকা ৫০ পয়সা দাম হয়েছে চেন্নাইয়ে।