Skin Care Products: ত্বকের যত্ন (Skin Care) নেওয়ার সময় বিভিন্ন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট (Skin Care Product) অনেকেই ব্যবহার করেন। তবে এই সমস্ত প্রোডাক্ট কেনার সময় বেশ কয়েকটি দিকে খেয়াল রাখতে হয়। সাবান থেকে শুরু করে শ্যাম্পু, এছাড়াও ফেসওয়াশ কিংবা ক্রিম কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়ে অতি অবশ্যই নজর দেবেন এবং সতর্ক থাকবেন, সেগুলো একনজরে দেখে নিন।


উপকরণ- যে স্কিন কেয়ার প্রোডাক্টটি কিনছেন তার মধ্যে কী কী উপকরণ রয়েছে তা অতি অবশ্যই ভাল করে খুঁটিয়ে দেখে নিন।


ত্বকের ধরন- স্কিন কেয়ার প্রোডাক্ট কিনুন আপনার ত্বকের ধরন অনুযায়ী। অর্থাৎ আপনার স্কিন যদি অয়েলি হয় তাহলে সেই মতো প্রোডাক্ট কিনুন। আর রুক্ষ শুষ্ক ত্বকের জন্য প্রয়োজন অন্য ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট।


ব্র্যান্ড পরিবর্তন- বরাবর যে ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে তা বদল করার ব্যাপারে সতর্ক থাকুন। হঠাৎ করেই স্কিন কেয়ার প্রোডাক্টের ব্র্যান্ড পরিবর্তন করবেন না। কারণ নতুন প্রোডাক্ট আপনার স্কিনে বা ত্বকের জন্য উপযুক্ত নাও হতে পারে।


নতুন প্রোডাক্ট- নতুন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার ক্ষেত্রে সতর্ক থাকুন। কিনে ফেললেও লাগানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেন। ত্বকের অল্প জায়গায় প্রথমে লাগিয়ে পরীক্ষা করে নিন। তারপরে পুরো ত্বকে ব্যবহার করবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াই ভাল।


ব্রনর সমস্যা- ত্বক যদি তৈলাক্ত হয় অর্থাৎ অয়েলি স্কিন এবং ব্রনর সমস্যা থাকে তাহলে স্কিন কেনার প্রোডাক্ট কেনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা নিন। বিশেষ করে ব্রনর জন্য উপযুক্ত স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা দরকার। নাহলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।


সালফেট জাতীয় স্কিন কেয়ার প্রোডাক্ট- সালফেট মিশ্রিত স্কিন কেয়ার প্রোডাক্ট যেমন- বডিওয়াশ, শ্যাম্পু এড়িয়ে চলুন। কারণ ত্বক এবং স্ক্যাল্পের ন্যাচারাল অয়েল নষ্ট করে দেয় এই সালফেট।


র‍্যাশ বা স্কিন অ্যালার্জি- ত্বকে যদি র‍্যাশ হওয়ার প্রবণতা থাকে তাহলে পারফিউম বা বডিস্প্রে থেকে দূরে থাকুন। কারণ এই জাতীয় প্রোডাক্ট ত্বকে লাগালে র‍্যাশের প্রবণতা বাড়তে পারে।


আরও পড়ুন- অফিসে কাজ করতে গিয়ে একঘেয়েমি ? জানুন কীভাবে মনযোগ বাড়াবেন