হাওড়া: ডোমজুড়ে (Domjur) গুলি করে খুন (Shootout) করা হল এক দুষ্কৃতীকে। সিসি ক্যামেরার ফুটেজের সূত্রে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুরনো শত্রুতার জেরে খুন বলে অনুমান তদন্তকারীদের।


রবিবার সাতসকালে শ্যুটআউট (Shootout)। বাড়ির সামনেই গুলি করে খুন করা হল জেলফেরত এক দুষ্কৃতীকে। হাওড়ার (Howrah) ডোমজুড়ের (Domjur) মাকড়দহের এই ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়।


বাজারে যাওয়ার পথে খুন: পুলিশ জানিয়েছে, নিহতের নাম, তাপস গলুই (৫১)। সিসি ক্যামেরার (CCTV) ফুটেজের সূত্রে ৪ ঘণ্টার মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অনেকবার জেলে গেছিল ও, খুব কাছ থেকে গুলি কর, ৩ জন দুষ্কৃতী ছিল। স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল ৮টা নাগাদ স্কুটারে চড়ে বাজারে যাচ্ছিল তাপস।


পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি: বাড়ি থেকে কিছুটা দূরে ৪ জন তাকে ঘিরে ধরে। এর পর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাপসকে।একটি গুলি হেলমেট ভেদ করে মাথায় ঢুকে যায় ।


দু’টি গুলি লাগে বুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাপসের । প্রায় ৬ বছর আগেও দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তাকে খুনের চেষ্টা করেছিল । নিহতের স্ত্রী-এর কথায়, আজ জমি-বাড়ি বিক্রির ডিল ছিল, তার আগে বাজার করতে যায়, তখনই এই ঘটনা । হত্যাকাণ্ডের পরই ঘটনাস্থলে আসে ডোমজুড় থানা ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার পরপরই চারজন ছুটে পালাচ্ছে ।


আরও পড়ুন: South 24 Parganas News: গভীর রাতে কাঠের মিলে অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল ভাঙড়ে


সেই সূত্রেই পুলিশ একজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, তাপসের বিরুদ্ধে খুন, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ ছিল।  সেই অভিযোগের ভিত্তিতে বেশ কিছু দিন হাওড়া সংশোধনাগারেও কাটাতে হয় তাকে। মাসখানেক আগে জামিনে ছাড়া পেয়েছিল। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত।