শিবাশিস মৌলিক, কলকাতা: ফের শহরের বুকে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire)। এবার আগুনের গ্রাসে জুতোর কারখানা (Shoe Factory)। তপসিয়ায় জুতোর কারখানায় বিধ্বংসী আগুন লাগল। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের (Fire Engines) ৭টি ইঞ্জিন। 


ফের কলকাতার বুকে অগ্নিকাণ্ড


তিলজলা থানা এলাকার সাপগাছিতে জুতোর কারখানায় ভয়াবহ আগুন লাগে আজ বিকেল চারটে নাগাদ। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেলে খবর দেন দমকলে। তিনতলায় জুতোর কারখানায় আগুন লাগে। 


স্থানীয়দ বাসিন্দাদের দাবি, বিকেল চারটে নাগাদ তাঁরা আগুন দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দমকলকর্মীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রয়োজন অনুযায়ী এরপর একাধিক ইঞ্জিন আসতে শুরু করে। এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে দমকলের ৭ ইঞ্জিন। প্রয়োজন অনুযায়ী দমকলের ইঞ্জিন সংখ্যা বাড়ানো হচ্ছে। তবে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। কিন্তু নিয়ন্ত্রণ করা গেছে আগুনের লেলিহান শিখা। যার ফলে আশেপাশের বহুতলে সেই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।


পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডে কারখানার ভিতর আটকে পরেছিলেন তিন জন। স্বস্তির বিষয় তাঁদের তিনজনকেই অক্ষত অবস্থায় ভিতর থেকে উদ্ধার করে বের করে আনা সম্ভব হয়েছে। এই মুহূর্তে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে আগুন তড়িঘড়ি নেভানোর কাজ চলছে। কারখানার ভিতরে ঢুকে কাজ করছেন দমকল কর্মীরা। তবে আগুন নেভাতে এখনও ঘণ্টাখানেক সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। 


আরও পড়ুন: Visva Bharati Land Dispute: 'মুখ্যমন্ত্রী যে কাগজ দেখাচ্ছেন, তা ১৯৪৩-র আশুতোষ সেনের নথি', এবিপি আনন্দে পাল্টা বিশ্বভারতীর উপাচার্যের


অন্যদিকে, চলন্ত গাড়িতে আগুন ঘিরে আতঙ্ক ছড়াল কাকুরগাছি এলাকায়। আজ সন্ধ্যা ৫টা নাগাদ মানিকতলা থেকে বাইপাসের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময় কাঁকুড়গাছি এলাকার কাছে গাড়িতে আগুন লেগে যায়। এছাড়া দিন কয়েক আগে মহেশতলায় বাইকের গ্যারাজে বিধ্বংসী আগুন লেগে বালকের মৃত্যু হয়। সন্ধ্যা সোয়া ৭টা নাগাদ বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় একাধিক বাইক। আগুনে পুড়ে গ্যারাজের ভিতরে থাকা বালকের মর্মান্তিক মৃত্যু হয়। তারও কিছুদিন আগে রাতের কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালিকাপুর বাজারে মাঝরাতে আগুন লেগে যায়। ভস্মীভূত হয় প্রায় ৫০টি দোকান। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ যদিও তখনই জানা যায়নি।