বাচ্চু দাস, শিলিগুড়ি: শিলিগুড়িতে লক্ষাধিক টাকার মাদক উদ্ধার (Drug Trafficking Case) । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানে ফের লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার ২।


বুধবার বিকেলে শিলিগুড়ির মিলনপল্লি এলাকা থেকে গ্রেফতার করা হয় দুই পাচারকারীকে।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার কালিয়াচকের বাসিন্দা এমডি এক্রামুল শেখ ও আব্দুস সামাদ।এরা মালদা থেকে একটি  গাড়ি করে ৩৫০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ি এসেছিল ।গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ মিলনপল্লি এলাকায় ডেরা বেধে গাড়িটিকে আটক করে। সেখানে তল্লাশি চালালে গাড়ি থেকে উদ্ধার হয় মাদক।এই ঘটনায় গ্রেফতার করা হয় গাড়িতে থাকা দুই পাচারকারীকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।অভিযুক্তদের বৃহস্পতিবার পাঠানো হবে শিলিগুড়ি আদালতে।


হুগলির ডানকুনিতে ২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড থেকে প্রায় কোটি টাকার মাদক উদ্ধার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের একজন খয়রাশোল, অপরজন দত্তপুকুরের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে ডানকুনিতে ২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড থেকে ওই ২ জনকে পাকড়াও করা হয়েছিল। ধৃতদের কাছ থেকে প্রায় এক কেজি হেরোইন ছাড়াও নগদ ২ লক্ষ টাকা ও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে।  


পুলিশ সূত্রে জানা গিয়েছিল,  ডানকুনি টোল প্লাজার কাছে দু নম্বর জাতীয় সড়কে বাস থেকে নামে এক যুবক। আগে থেকে টোলপ্লাজার সামনে দাঁড়িয়ে ছিল আরেকজন। এসটিএফ এর কাছে খবর ছিল মাদক পাচারের।দুই জন কাছে আসতেই তাদের পাকড়াও করে এসটিএফ। ধৃত বীরভূমের ননি গোপাল বিশ্বাস ও উত্তর ২৪ পরগনার প্রসেনজিৎ সরকারের কাছ থেকে এক কিলো গ্রাম ব্রাউন সুগার নগদ দু লক্ষ টাকা ও মোবাইল ফোন উদ্ধার হয়েছিল।ডানকুনি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। 


আরও পড়ুন, কনকনে শীতে শিক কাবাব, পর্যটক টানতে আজ থেকে শুরু কালিম্পং স্ট্রিট ফেস্টিভ্যাল


কিছুদিন আগেই ফের মাদক উদ্ধার হয়েছিল কালিয়াচকে। ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকা থেকে এক মাদক কারবারীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ (STF)। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার ইমাম জায়গির এলাকার বাসিন্দা জিয়াউল শেখকে গ্রেফতার করেছিল এসটিএফ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০০ গ্রাম হেরোইন। পুলিশের দাবি, উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।