উমেশ তামাং, কালিম্পং: স্ট্রিট ফুড কে না খেতে ভালবাসে ! কখনও ভাপা ইলিশ, কখনও আবার পুলি পিঠে, ঋতু অনুসারে রাজ্যের নানা জায়গায় ইতিমধ্যেই সারাবছর কমবেশি হিট ফুড ফেস্টিভ্যাল। আর তার সঙ্গে যদি থাকে আরও কিছু উপরিপাওনা, তাহলে তো কথাই নেই। এবার পর্যটকদের কাছে আরও কাছে টানতে  আজ থেকে শুরু হয়েছে কালিম্পং স্ট্রিট ফেস্টিভ্যাল।


ডিএম কালিম্পং বালা সুব্রামনিয়াম টি, বিধায়ক রুডেন লেপচার উপস্থিতিতে ৩ দিনের এই কালিম্পং স্ট্রিট ফেস্টিভ্যাল উদ্বোধন হয়েছে। এই উৎসবের মূল উদ্দেশ্য, কালিম্পঙে পর্যটকদের আরও কাছে টেনে আসা। এদিন কালিম্পং স্ট্রিট ফেস্টিভ্যালে দেখা গেল হরেক রকম মোমো থেকে শুরু করে জিভে জল আনা শিক কাবাব। চিকেন রোস্ট থেকে শুরু করে চিজ ভর্তি পিৎজা কি নেই সেখানে। আগুনে ঝলসে যাচ্ছে রেড মিট। রয়েছে নেট দেওয়া থলিতে কমলালেবুও। মুখে মিষ্টি হাসি নিয়ে ক্রেতাকে খাবার পরিবেশন করছে কালিম্পঙের স্ট্রিট ফেস্টিভ্যালের বিক্রেতারা। তবে এখানেই শেষ নয়, আঞ্চলিক গানে নৃত্য পরিবেশন করে মন ভরিয়ে দিয়েছে কচিকাঁচারা। 


অপরদিকে বড়দিনকে ঘিরে গোটা রাজ্যে যখন উৎসবের আমেজ, তখনই যবনিকা পড়ল হাওড়া জেলায়।  মন্ত্রীর 'হম্বিতম্বি', বন্ধই হয়ে গেল ক্রিসমাস কার্নিভাল। তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব', ৫দিনেই বন্ধ হাওড়ার কার্নিভাল। হাওড়া পুরসভার উদ্যোগে ডুমুরজলায় 'ক্রিসমাস কার্নিভাল'। ২২ ডিসেম্বর কার্নিভালের উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ১২দিন ধরে চলার কথা ছিল হাওড়ার এই ক্রিসমাস কার্নিভাল। পুরসভার উদ্যোগে পার্কিংয়ের ব্যবস্থা, 'আপত্তি' ক্রীড়াপ্রতিমন্ত্রীর। বেআইনিভাবে পার্কিংয়ের অভিযোগে মন্ত্রীর ঘনিষ্ঠদের 'তাণ্ডব'। পার্কিং কর্মীদের কাছ থেকে স্লিপ কেড়ে আটকে রাখারও অভিযোগ। এরপরেই নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত পুরসভার । অনভিপ্রেত ঘটনা, কার্নিভাল বন্ধ করে প্রতিক্রিয়া হাওড়া পুরসভার প্রশাসকের । পার্কিংয়ের নামে টাকা তোলার অভিযোগ করেও, মেলা বন্ধে মুখে কুলুপ মনোজ তিওয়ারির।


আরও পড়ুন, হাড় কাঁপানো শীতের জের, সমতল থেকে ১১ হাজার ফুট উঁচুতে ঘুরছে রয়্যাল বেঙ্গল টাইগার!


ফি বছর বড়দিন উপলক্ষে নতুন সাজে সেজে ওঠে ঐতিহ্যবাহী পার্ক স্ট্রিট। আলোর মালা দিয়ে সাজানো হয় অ্যালেন পার্ককে। এছাড়াও গোটা পার্ক স্ট্রিট ভাসে আলোর বন্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন সেখানে। ঠিক একইভাবে প্রথমবার হাওড়া শহরেও ক্রিসমাস কার্নিভাল পালন করা হয়। ২২ ডিসেম্বর এই উৎসবের সূচনা করেন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম।