কলকাতা: কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশায় রেল রোকোর ডাক। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখার খেমাশুলি ও পূর্ব রেলের আদ্রা শাখার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে কয়েকটি ট্রেনের। কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। বাতিল ট্রেনের মধ্যে রয়েছে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, আসানসোল-টাটানগর এক্সপ্রেস, হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস, হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, রাঁচি-আসানসোল স্পেশাল, ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস।


তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে আজ বাংলা (West Bengal)-ঝাড়খণ্ড (Jharkhand)-ওড়িশায় (odisha) রেল অবরোধের ডাক দিয়েছে কুড়মি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। পশ্চিম মেদিনীপুরে (West Midnapur) খড়গপুর শাখার খেমাশুলি স্টেশনে সকাল ৬টা থেকে শুরু হয়েছে রেল অবরোধ। আটকে পড়েছে ২টি লোকাল ট্রেন ও মালগাড়ি। স্টেশন লাগোয়া ৬ নম্বর জাতীয় সড়কও অবরোধ (Road Blockage) করেছেন কুড়মিরা (Kurmi)।


দাবি মানা না হলে, অনির্দিষ্টকালের জন্য অবরোধ (Rail Blockage) চলবে বলে জানিয়েছে আদিবাসী কুড়মি সংগঠন। ভোর ৫টা থেকে দক্ষিণ-পূর্ব (South-East Railway) রেলের পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তউর স্টেশনে রেল অবরোধ শুরু হয়েছে। ধামসা-মাদল নিয়ে রেললাইনে বসে পড়েছেন কুড়মিরা। হয়রানির আশঙ্কায় পুরুলিয়া-আদ্রা শাখায় ৩টি লোকাল বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বেশ কিছু ট্রেনের।


তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে আজ বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশায় রেল অবরোধের ডাক দিয়েছে কুড়মি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। একাধিক জেলায় রেল অবরোধ। 


খড়গপুর (Kharagpur) শাখার খেমাশুলি স্টেশনে সকাল ৬টা থেকে শুরু হয় রেল অবরোধ। আটকে পড়ে খড়গপুর-ঝাড়গ্রাম লোকাল ও ২টি মালগাড়ি। স্টেশন লাগোয়া ৬ নম্বর জাতীয় সড়কও অবরোধ করেছেন কুড়মিরা। দাবি মানা না হলে, অনির্দিষ্টকাল অবরোধ চলবে বলে জানিয়েছে আদিবাসী কুড়মি সংগঠন।


ভোর ৫টা থেকে পূর্ব রেলের পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ শুরু হয়। ধামসা-মাদল নিয়ে রেললাইনে বসে পড়েন কুড়মিরা। হয়রানির আশঙ্কায় পুরুলিয়া-আদ্রা শাখায় ৩টি লোকাল বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বেশ কিছু ট্রেনের।  


হরিশ্চন্দ্রপুরে থানা ঘেরাও: মুর্শিদাবাদের ভরতপুরের পর মালদার হরিশ্চন্দ্রপুর। থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল নেতার। ১০০ দিনের কাজে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে সোশাল মিডিয়ায় তাঁর নামে কুত্সা ছড়ানো হচ্ছে বলে দাবি মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খানের। এর আগে তাঁর বিরুদ্ধে থানায় নালিশ প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদেই গতকাল হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা বুলবুল খান। তৃণমূল নেতৃত্বের অভিযোগ,কংগ্রেস, সিপিএম, বিজেপি একজোট হয়ে চক্রান্ত করছে। দুর্নীতি ঢাকতেই নাটক তৃণমূলের, পাল্টা কটাক্ষ কংগ্রেস ও বামেদের। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।