Ferry Service Disruption: ঘন কুয়াশার জেরে কম দৃশ্যমানতা, একাধিক জেলায় বন্ধ ফেরি চলাচল

West Bengal News: দৃশ্যমানতা কমে যাওয়ায় হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ডায়মন্ড হারবার ও পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটির মধ্যে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।

Continues below advertisement

সুনীত হালদার ও গৌতম মণ্ডল, হাওড়া ও পূর্ব মেদিনীপুর: ঘন কুয়াশার চাদরে মোড়া রবিবারের সকাল। কলকাতা তো বটেই অন্যান্য জেলাতেও ছবিটা এক। কুয়াশায় ঢেকেছে হাওড়াও। দৃশ্যমানতা কমে যাওয়ায় হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। একই ছবি দক্ষিণ ২৪ পরগনায়। ঘন কুয়াশার কারণে ডায়মন্ড হারবারেও প্রভাব পড়েছে ফেরি চলাচলে।                            

Continues below advertisement

ফেরি চলাচল বন্ধ: হাওড়ায় কুয়াশা এতটাই যে, ১৫-২০ মিটার দূরেও কিছু দেখা যাচ্ছে না। দৃশ্যমানতা কমে যাওয়ায় হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সেই কারণে সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হওয়ার কথা থাকলেও, তা বন্ধ রাখতে বাধ্য হয় হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। কুয়াশায় ঢেকেছে দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ। ধীর গতিতে যান চলাচল করছে। রাস্তায় লোকজনের সংখ্যাও অন্য দিনের তুলনায় কম। ঘন কুয়াশার কারণে ডায়মন্ড হারবার ও পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটির মধ্যে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের লম্বা লাইন। আজ প্রাথমিকের টেট থাকায় সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীরা।

 প্রায় দশদিন আগে শীতের যে লম্বা স্পেল শুরু হয়েছিল, তা আপাতত শেষে পথে। রবিবার ফের চড়ল তাপমাত্রার পারদ।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু-একদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমি ঝঞ্ঝা, আর বছর শেষে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। এদিন সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন রাজ্যের বিভিন্ন জেলা। রোদের দেখা নেই। এক ধাক্কায় ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পিছু হঠেছে উত্তুরে হাওয়া।  পুবালি হাওয়ার হাত ধরে হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই বছর শেষে তাপমাত্রা বেড়েছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রভাব পড়েছে বিমান ওঠানামাতেও। কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা আংশিক ব্যাহত হয়। সকাল সাড়ে ৭টা পর্যন্ত কোনও বিমান নামেনি। কয়েকটি বিমান উড়লেও, অধিকাংশই নির্ধারিত সময়ের থেকে দেরিতে ছেড়েছে। ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যাওয়ায় এই বিপত্তি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Kolkata Weather: কুয়াশার চাদরের মোড়া রবিবারের ভোর, দিনভর কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Continues below advertisement
Sponsored Links by Taboola