হাওড়া; সপ্তমীর দিন নবান্নে আগুনের ঘটনায় পূর্ত দফতরের রিপোর্ট পেশ করা হল। রিপোর্টে জানানো হয়েছে পূর্ত দফতরের কর্মীদের গাফিলতিতেই নবান্নের ১৪ তলায় আগুন লাগে। ছাদে টার শিট পাতার সময় কর্মীদের গাফিলতিতেই এই বিপত্তি হয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বার্নার দিয়ে টার শিট গরম করার সময় টাওয়ারের কিয়স্কে আগুন লাগে। পূর্ত দফতরকেই দায়ী করে রিপোর্ট পেশ করেছে চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ফোনের টাওয়ারের কিয়স্ক অন্য জায়গায় সরানোর সুপারিশ দেওয়া হয়েছে।
সপ্তমীর দিন দুপুরে নবান্নর ১৪ তলায় আগুন লাগে। বারোটা নাগাদ ধোঁয়া বেরোতে দেখা যায়। প্রথমে সেখানে মোতায়েন পুলিশ কর্মীদের চোখে পড়ে ধোঁয়া। তাঁরা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা যে জায়গায় ধোঁয়া বেরিয়েছে, সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে জানা যায়, আগুন সেরকম ভয়াবহ কিছু নয়। এসি-র কোনও পাইপ থেকে আগুন ধরেছে বলে দমকলের প্রাথমিকভাবে অনুমান করেছিল। সেখান থেকেই ধোঁয়া বেরোচ্ছে। কী কারণে আগুন? তা আগুন নেভানোর পর খতিয়ে দেখা শুরু হয়।
আজ চেতলায় ঝুপড়িতে আগুন লাগে। ঝলসে জখম হয়েছেন ৪ জন। আহতদের মধ্যে ২ শিশুও রয়েছে বলে খবর। ৪ জন আহতকেই নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। জানা গিয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুপুর ১.১৫ নাগাদ ওই ঝুপড়িতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গ্যাস লিক করে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।
উল্লেখ্য, আজই মুম্বইয়ে ৬ ১তলার অভিজাত আবাসনে ভয়াবহ আগুন লাহে। প্রাণ বাঁচাতে কার্নিস থেকে হাত ফস্কে একজনের মৃত্যু হয়। আজ দুপুরে মধ্য মুম্বইয়ের লোয়ার পারেলের অভিজ্ঞ পার্ক আবাসনে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে ১৭ তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে ২৫ তলায়। প্রাণ বাঁচাতে ১৯ তলা থেকে পড়ে একজনের মৃত্যু। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হন। আগুন নেভাতে দমকলের ১২টিরও বেশি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে।