রণজিৎ সাউ, কলকাতা: মদের টাকা চেয়ে না পেলে পিটিয়ে মারা হল মধ্যবয়স্ক এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পৌরসভার ২ নম্বর ওয়ার্ড অন্তর্গত ছাতাকল মোড়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ।                                     

  


ঠিক কী ঘটেছে? 


দুবাইতে কর্মরত দক্ষিণ দমদম পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের কবি মুকুন্দ দাস রোডের বাসিন্দা প্রকাশ বিশ্বাসের কাছ থেকে মদের টাকা চেয়ে না পাওয়ায় বেধড়ক মারধর করা হয়, এমনটাই জানা গিয়েছে। ঘটনাটি ঘটে শনিবার সকালে। আরজিকর হাসপাতালে মৃত্যু হয় প্রকাশ বিশ্বাসের। 


পরিবার সূত্রে খবর, তিনি দুবাই থেকে এক মাসের ছুটিতে কলকাতায় এসেছিলেন। তার পাড়াতে শীতলা পুজো ছিল। গতকাল শীতলা পুজো চলাকালীন, তার কাছে ওই এলাকার এক ব্যক্তি টুবাই দেব মদ্যপান করার জন্য প্রকাশ বিশ্বাস ওরফে তাপসের কাছে টাকা চায়। তিনি সেই টাকা দিতে অস্বীকার করায় তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।


আরও পড়ুন, 'মারাত্মক চিৎকার করছিলেন যাত্রীরা', ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী


এরপর পাড়ার লোকজন তাঁকে তার বাড়িতে নিয়ে গেলে বাড়ির লোকজন তাকে হাসপাতালে ভর্তি করার জন্য সরকারি ও বেসরকারি বেশ কিছু হাসপাতালে যান। কিন্তু শারীরিক অবস্থা খারাপ থাকায় তাঁকে ভর্তি নেওয়া হয়নি। অবশেষে আর জি কর হাসপাতালে সোর্স মারফত ভর্তি করা হয় প্রকাশ বিশ্বাসকে। সেখানে রবিবার বিকেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রয়েছে কবি মুকুন্দ দাস রোড এলাকায়।                                                                                                                              



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে