কলকাতা : ' সেবার খুব ভোরে সন্ধিপুজো। প্রায় আলো ফোটার আগেই আমি আর বাবা এসে বসেছি পুজোর দালানে। তিনজন আদিবাসী মহিলা তখন এলেন দালানে। দুর্গা দালানে অনেকেই আসেন। সিঁড়িতে ফুল ছড়িয়ে উঠোন নিকিয়ে দিলেন তাঁরা। আমি আর বাবা বলাবলি করছি, এত ভোরে এঁরা কোথা থেকে এলেন। ওঁরা যখন বেরিয়ে যাচ্ছেন, বাবা-আমি দরজা অবধি গেলাম পিছু পিছু ! কী আশ্চর্য কাউকেই দেখতে পেলাম না দরজার বাইরে... বিশ্বাস করুন গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। সেই অনুভূতি আজও জীবন্ত !' বাড়ির পুজোর কথা বলছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। বাঁকুড়ায় তাঁর পারিবারিক ভিটেতে ৬৯ বছর ধরে চলছে পুজো। আগে দ্বিতীয়া-তৃতীয়াতেই চলে যেতেন সেখানে। এখন পুজো উদ্বোধন, বিচারকের ভূমিকা পালন করতে গিয়ে সপ্তমীকে পৌঁছান ভাস্বর। ছোটবেলার পুজো মানেই ভাস্বরের মন জুড়ে বাঁকুড়ার স্মৃতি। গায়ে সেলিব্রিটি তকমা লেগেছে ঠিকই। কিন্তু বাড়ির পুজো নিয়ে এখনও ভীষণ ব্যস্ত থাকেন তিনি।
Durga Puja 2021 : কলা বৌ আসে পাল্কিতে, সন্ধিপুজো বাজির আওয়াজে জমজমাট, বাড়ির পুজোর গল্পে ভাস্বর
নিবেদিতা বন্দ্যোপাধ্যায় | 02 Oct 2021 03:03 PM (IST)
কলা বৌ স্নান করে আসেন পালকিতে শোভাযাত্রা করে। বৈষ্ণব মতে পূজিত হন দেবী।
Durga Puja 2021 : কলা বৌ আসে পাল্কিতে, সন্ধিপুজো বাজির আওয়াজে জমজমাট, বাড়ির পুজোর গল্পে ভাস্বর
Published at: 02 Oct 2021 03:01 PM (IST)