সঞ্চয়ন মিত্র, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  ষষ্ঠীর সকালেই পুজো দেখার ভিড় ঘুরতে শুরু করেছে শহরের উত্তর থেকে দক্ষিণ। মণ্ডপে মণ্ডপে প্রাণের ছোঁয়া। তারই মধ্যে থিমের ভাবনায় জোর টক্কর। সেরা পুজোগুলির হাতে উঠল এবিপি আনন্দর শারদ সম্মান। 



টালা বারোয়ারি
১০০ বছর পেরিয়ে গেছে টালা বারোয়ারির দুর্গাপুজো। এবার টালা বারোয়ারির পুজো ১০২ বছরে পড়ল। তাদের পুজোর থিম বুনন। বাঁশ দিয়ে তৈরি হয়েছে মণ্ডপসজ্জা। মণ্ডপশিল্পী সঞ্জীব সাহা, প্রতিমা শিল্পী পিয়ালি সাধুখাঁ। উপকরণের প্রয়োগে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান উঠল টালা বারোয়ারির হাতে। 



খিদিরপুর পল্লি শারদীয়া 
খিদিরপুর পল্লি শারদীয়ার পুজো এবার ৮১ বছরে পড়ল। এই পুজোর থিম হল অন্তরীক্ষ। মহাকাশ ও ব্ল্যাকহোল নিয়ে কাল্পনিক উপস্থাপনা এই মণ্ডপে। শিল্পী বিশ্বনাথ দে-র হাতে গড়ে উঠেছে এই অন্তরীক্ষ- ভাবনা। অভিনব ভাবনায় সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল খিদিরপুর পল্লি শারদীয়া।  



কুমোরটুলি সর্বজনীন
কুমোরটুলি সর্বজনীনের পুজো এবার ৯২-এ পড়ল। পুজোর থিম- শিরোনাম। যে প্রতিমাশিল্পীরা এই ৯২ বছর ধরে কুমোরটুলি সর্বজনীনকে শহরের সেরা পুজোগুলির মধ্যে শিরোনামে এনে দিয়েচে, তাঁদের শ্রদ্ধা জানাতেই এই বিষয় ভাবনা। মণ্ডপে এখনও পর্যন্ত যে শিল্পীরা কুমোরটুলি সর্বজনীনের প্রতিমা গড়েছেন, তাঁদের নাম লেখা রয়েছে মণ্ডপে।  স্মরণে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল কুমোরটুলি সর্বজনীন।  



আলিপুর ৭৮ পল্লি
আলিপুর ৭৮ পল্লির পুজো এবছর ৬৩ বছরে পড়ল। তাদের থিম হল চৌকাঠ। যৌনকর্মীদের চৌকাঠের মাটি ব্যবহার করে প্রতিমা তৈরির রীতি বহু পুরনো। সেই রীতির অনুষঙ্গ টেনে, যৌনকর্মীদের সম্মান জানিয়ে তৈরি হয়েছে পুজোর মণ্ডপ। প্রতিমাতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। সহমর্মিতায় সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল আলিপুর ৭৮ পল্লি।   


Durga Puja 2022 : দুর্গাষষ্ঠী ব্রতপালনের মাহাত্ম্য কী ?


চোরবাগান সর্বজনীন
চোরবাগান সর্বজনীনের পুজোর থিম অন্তর্শক্তি। থিমশিল্পী হলেন বিমল সামন্ত। রকমারি কাচ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। বোতল, শিশি, কাচের ভাঙা টুকরো, কী নেই সেখানে? চোরবাগানের পুজো এবার পড়ল ৮৮ বছরে। নান্দনিকতায় সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল চোরবাগান সর্বজনীন।    


 


কালীঘাট মিলন সঙ্ঘ
কালীঘাট মিলন সঙ্ঘের থিমে এবার অভিনব চমক। থিম হল পুজোর গন্ধ। মণ্ডপ তৈরি হয়েছে ধুনিচির আকারে। ব্যবহার করা হয়েছে কয়েক হাজার ধুনুচি।  মণ্ডপে পা দিলেই পাওয়া যাবে ধুনো, ফুলের গন্ধ। থিমশিল্পী বিশ্বনাথ দে। পুজোর আবহে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল কালীঘাট মিলন সঙ্ঘ।