রাজীব চৌধুরী, কাশিমবাজার: মুর্শিদাবাদের (Murshidabad) কাশিমবাজার রাজবাড়ির নবপত্রিকা স্নান। সপ্তমীর (Saptami) সকালে রাজ পুরোহিত রাজবাড়ি থেকে হেঁটে যান পাতালেশ্বরের সতীদাহ ঘাটে। সেখানে কলাবউকে স্নান (Kolabou Snan) ও ঘট ভরার পর, রাজবাড়িতে ফিরে এসে চক্ষুদান করে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়।


আজ মহাসপ্তমী: আজ মহাসপ্তমী৷ শাস্ত্রমতে পুজো শুরু ৷ সপরিবারের মা দুর্গার পিতৃগৃহে প্রবেশের দিন৷ দেবীর নবপত্রিকা স্নান ও প্রাণ প্রতিষ্ঠাই সপ্তমী পুজোর মুখ্য আচার৷ কৃষি প্রধান বাংলায় ৯টি ওষধি বৃক্ষকে ও ৯ দেবীজ্ঞানে চলে এই স্নানপর্ব। এগুলি হল কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান।  নবপত্রিকার পরই দেবীর মহাস্নান। তারপর ঘটে দেবীর প্রাণপ্রতিষ্ঠা করে শুরু মহাপুজো। সপ্তমীর সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে বিভিন্ন মণ্ডপে৷ ঢাকের বাদ্যিতে জমজমাট সপ্তমীর পুজো। 


চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো অনুষ্ঠিত হল বেলুড় মঠে ৷ ভোরে মঙ্গলারতি শেষে বিভিন্ন উপাচার-সহ স্নানের পর নবপত্রিকাকে আনা হয় মণ্ডপে৷ তারপর প্রতিমার চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার পর, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো শুরু ৷ করা হয়েছে ভোগের আয়োজনও। আজ থেকে পুজোর ক’দিন সারাদিন খোলা থাকবে বেলুড় মঠ। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো এবার ১২৭ বছরে পা দিল। কীর্ণাহারের মিরিটির বাড়িতে প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ই এখন পুজোর দায়িত্ব পালন করেন। পারিবারিক প্রথা মেনে বাড়ির পাশেই কুয়ে নদীতে নবপত্রিকা স্নান ও ঘট ভরা হয়। তবে প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর অনেকটাই জৌলুস হারিয়েছে মিরিটির বাড়ির এই পুজো। নেই চেনা ব্যস্ততা, নিরাপত্তার কড়াকড়ি। 


চিরাচরিত রীতি মেনে সপ্তমীর সকালে পুজো হল শোভাবাজার রাজবাড়িতে৷ এদিন সকালে ব্যান্ডপার্টি নিয়ে শোভাযাত্রা করে গঙ্গার ঘাটে স্নান করানো হয় কলাবউকে৷ তারপর সব রীতিনীতি মেনে সপ্তমীর পুজো এবং পুষ্পাঞ্জলির পালা৷ প্রায় দুই শতাব্দী প্রাচীন এই পুজো উপলক্ষ্যে শোভাবাজার রাজবাড়িতে জড়ো হয়েছেন আত্মীয়-পরিজনেরা৷ দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিবারের সদস্যরা সব কাজ ফেলে মেতে উঠেছেন শারদোত্সবের আনন্দে৷ পুজোর পাশাপাশি, শোভাবাজার রাজ পরিবারে চলছে ভোগরান্নার প্রস্তুতি৷ রীতি অনুযায়ী এই বাড়িতে অন্যান্য খাবারের সঙ্গে মিঠাই ভোগ দেওয়া হয়৷ তাই বাড়িতে ভিয়েন বসিয়ে চলছে নানারকমের মিষ্টি তৈরি৷


আরও পড়ুন: Durga Puja 2022: পুজোর আমেজে পুরোদমে ভাসছে বাংলা, মহাসপ্তমীতে কোন পুজো মিস করবেন না?