ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: শহরের পুজোর গাইড ম্যাপ প্রকাশ করলেন কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) বিনীত গোয়েল (Vineet Goyal)। সেই সঙ্গে উদ্বোধন করা হল কলকাতা পুলিশের উত্‍সব অ্যাপের। শনিবার সকালে কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখেন পুলিশ কমিশনার (Durga Puja 2022)।

  


ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো


ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। তাই এবার শহর জুড়ে পুজোর আয়োজনে মহা ধুমধাম। রবিবার মহালয়া। ইতিমধ্যে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে শহর। উত্তর দক্ষিণে বিস্তৃত কল্লোলিনী তিলোত্তমায় পুজোর ভিড়ে কীভাবে সহজে পৌঁছোনো যাবে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে? কোন রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণের কী ব্যবস্থা, এ সব নিয়েই শনিবার পুজোর গাইড ম্যাপের উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার। 


ইন্ডিয়ান ওয়েল ও কলকাতা পুলিশের উদ্যোগে তৈরি হয়েছে এই পুজো গাইড ম্যাপ। উত্‍সব নামে একটি অ্যাপের উদ্বোধনও করা হয় এ দিন। এই অ্যাপে শহরের বড় পুজোগুলির মণ্ডপের ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের ছবি দেখা যাবে। জানা যাবে তার আশপাশের পুজো সম্পর্কেও। অ্যাপে থাকবে মেট্রো স্টেশন, হাসপাতাল, মেডিক্যাল স্টোর সম্পর্কে তথ্য।  


সংস্কারের পর শনিবার কলকাতা ট্র্যাফিক পুলিশের নতুন কন্ট্রোল রুমও ঘুরে দেখেন পুলিশ কমিশনার।  এই কন্ট্রোল রুম থেকেই নিয়ন্ত্রিত হয় শহরের যান চলাচল ব্যবস্থা। এ দিন শহরের বিভিন্ন পুজো-মণ্ডপ পরিদর্শন করেন কলকাতার পুলিশ কমিশনার। 


আরও পড়ুন: West Bengal News Live Updates: মিঠুনের সফরের আগেই উত্তপ্ত বালুরঘাট, বিজেপি-র ব্যানার ছেঁড়ার অভিযোগ


দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন থেকে শুরু হয় পুলিশ কমিশনারের মণ্ডপ পরিদর্শন। এর পর বোসপুকুর, দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী থেকে সুরুচি সঙ্ঘ, হয়ে বেহালা নতুন দল এবং  কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ ঘুরে দেখেন পুলিশ-কর্তা। 


বর্ষা এখনও বিদায় নেয়নি, ফলে পুজোয় বৃষ্টির ভ্রুকুটি থাকলেও, ২ বছর পর বঙ্গবাসীর কপালে করোনার মেঘ কেটেছে অনেকটাই।  প্যান্ডেল থেকে কুমোরপাড়ায়, জোর কদমে চলছে শেষ মহূর্তে প্রস্তুতি৷
এই শেষ লগ্নে নিরাপত্তা ও সুরক্ষাবিধি ঠিকমতো মানা হচ্ছে কিনা,  খতিয়ে দেখতে পথে নেমেছে পুলিশ-প্রশাসন। 


পুজোর গাইড ম্যাপের উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার


করোনা-পর্ব অনেকটাই কাটিয়ে দু’বছর পরে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে এ বারের দুর্গাদুর্গাপুজো" data-type="interlinkingkeywords">পুজো। তাই গত দু’বছরের তুলনায় ভিড় যে এবার কয়েক গুণ বাড়বে, সে বিষয়ে এক প্রকার নিশ্চিত পুলিশকর্তারা।