অনির্বাণ বিশ্বাস,কলকাতা: শ্রীভূমির (Sreembhumi Durga Puja 2023) পুজো মানেই মানুষের ঢল। দীর্ঘ লাইন, তীব্র যানজট! তাতে কী! শ্রীভূমির উমা দর্শন না হলে যেন পুজো দেখা আনন্দটা ১৬ আনাই মাটি! লেকটাউনের (Lake Town) এই ক্রাউডপুলার পুজো পরিচিত সুজিত বসুর পুজো বলেই। পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত হেভিওয়েট মন্ত্রীর সময় কাটে মায়ের কাছে। মানুষের মাঝে।


বিশদ...
থিম কখনও 'বাহুবলী'! কখনও ভাবনায় ‘পদ্মাবত’। উমার গায়ে কেজি কেজি সোনা ও হীরের গয়না! শহরের বুকে কখনও মাথা তুলেছে বুর্জ খলিফা...! কখনও ডিজনিল্যান্ড....! বিগ বাজেট। জৌলুস। আলো আর শব্দের খেলা। শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মানেই অন্যরকম। চমকে দিতে যার জুড়ি নেই। থিমের পুজোয় বরাবরের ক্রাউডপুলার। উৎসবের কলকাতায় অন্যতম আকর্ষণ। লেকটাউনের এই পুজো পরিচিত মন্ত্রী সুজিত বসুর পুজো বলে।  একদিকে বিধায়ক, অন্যদিকে মন্ত্রী। তারওপর এত বড় পুজোর দায়িত্ব! বছরভর ব্যস্ততার মধ্যেই প্রতীক্ষার কাউন্টডাউন চলে পুজোর দিনগুলির জন্য। সারা বছর মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকলেও উৎসবের আবহ সেই সংযোগকে আরও নিবিড় করে। নিজের করে। প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর হাত ধরে একদিন রাজনীতির রং চিনেছিলেন লেকটাউনের যুবক। দীর্ঘদিন সিপিএমের সঙ্গে ছিলেন। পরে যোগ দেন তৃণমূলে। ২০০৯ থেকে বিধায়ক। একদা রাজনৈতিক গুরু সুভাষ চক্রবর্তীর স্ত্রীকে হারিয়ে বিধানসভায় প্রবেশ...। এখন রাজ্যের দমকলমন্ত্রী। এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর অন্যতম উদ্যোক্তা।
প্রত্যেক বারই সুজিত আরতি করেন। প্রত্যেক বারই মারকাটারি ভিড়। এবার ব্যতিক্রম হল না।  

তারকাদের ছবি...
মহাষ্টমী মানে আমজনতা থেকে তারকা, সকলেই মণ্ডপমুখী। ব্যতিক্রম নন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁকে দেখা গেল হাজরা পার্ক দুর্গোৎসবে । বললেন, 'হাজরা পার্কের পুজোয় স্রেফ পুজো হিসেবে আসি না। এটা একদম বাড়ির মতো। আমি এখানে অঞ্জলি দিই। এটা মোটামুটি ফিক্সড। এখান থেকে আমাদের ভোগও যায়...।' তবে এবার যে এই পুজোর থিম তাঁর সবিশেষ ভাল লেগেছে, সেটা একাধিক বার বললেন টলিউডের 'বুম্বাদা'। ৮১ বছরের পুজোয় হাজরা পার্ক দুর্গোৎসবের থিম 'তিন চাকার গপ্পো '।  অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে আবার সকালেই দেখা গিয়েছিল, বিজয়গড় পল্লিশ্রীর পুজোয়। বললেন, 'এখানে মনে হয় বাড়ির পুজো। বাড়ির পুজোয় এসে অঞ্জলি দেওয়া আলাদা আনন্দ বলে মনে হয়।'


আরও পড়ুন:ভোগের জন্য দীর্ঘ লাইন বেলুড় মঠে! ভিড়ের চাপে আগেই শুরু বিলি