নয়াদিল্লি: পুজোর শেষে অশনি সঙ্কেত? রবিবার আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরের (Bay Of Bengal) উপর যে নিম্নচাপ (Depression Into Cyclonic Storm) দানা বাঁধছে, মঙ্গলবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। এখনও পর্যন্ত যা খবর, তাতে নিম্নচাপটি ওড়িশার পারাদ্বীপ থেকে ৬১০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। আবহাওয়া দফতর রবিবার যে পূর্বাভাস দিয়েছে তাতে, আগামী ২৪ ঘণ্টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার পরের ১২ ঘণ্টায় সেটির উত্তর-পশ্চিম দিকে সরে আসার সম্ভাবনা থাকছে। এর পর, বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকার দিকে সরতে পারে সেটি। যদি গভীর নিম্নচাপটি সাইক্লোনিক স্টর্ম বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়, সেক্ষেত্রে তার নাম হবে 'হামুন। (Hamoon)'


বিশদে...
'হামুন' নামটি ইরানের দেওয়া। তবে এই মুহূর্তে অন্তত 'হামুন'-এর থেকে 'তেজ'-কে নিয়ে বেশি চিন্তিত আবহবিদেরা। কার্যত একই সময়ে আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'তেজ'। দক্ষিণ পশ্চিম আরব সাগরে জন্ম হয়েছে এটির। আবহবিদদের আশঙ্কা, ২২ অক্টোবর, দুপুরের মধ্যেই অতি তীব্র ঝড়ের রূপ নিতে পারে এটি। তবে আখেরে ওমান এবং ইয়েমেনের দক্ষিণ উপকূলের দিকে সরে যাবে সে। 'তেজ'-র নিরিখে বঙ্গোপসাগরের নিম্নচাপ নিয়ে এখনই সে ভাবে আশঙ্কার বার্তা নেই, তেমনই জানাচ্ছেন আবহবিদেরা। রিজিওনাল মেটিরিওলজিক্যাল সেন্টারের ওয়েদার সায়েন্টিস্ট উমাশঙ্কর দাশ এদিন বলেন, 'একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু অত্যন্ত দুর্বল হওয়ার কথা তার। ওড়িশায় একেবারে সামান্য অভিঘাত হবে এটির। নির্দিষ্ট করে বললে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ওড়িশায়।'


তোড়জোড়...
আবহবিদেরা এখনও আশঙ্কার বাণী না শোনালেও আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ওড়িশায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। যাঁরা এর মধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওড়িশার বিভিন্ন অংশে ২৩ অক্টোবরের মধ্যে পাকা ধান বপন করতে বলা হয়েছে। আগাম সতর্কতা হিসেবে স্পেশ্যাল রিলিফ কমিশনারকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। কোনও কারণে ভারী বর্ষণ হলে অপেক্ষাকৃত নিচু জায়গার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই রাজ্য়ের পুজোয়, অষ্টমী পর্যন্ত নির্বিঘ্নে কাটলেও নবমী থেকে যে বৃষ্টি হতে পারে, সে পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল আবহাওয়া দফতর। এবার 'হামুন'-র অশনি সঙ্কেত। অন্য দিকে, 'তেজ'-র চোখরাঙানি। ২০১৮ সালে একই সময় আরব সাগর এবং বঙ্গোপসাগরে এই ধরনের ঘটনা ঘটেছিল। এবার কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে?


 


আরও পড়ুন:'হাজরা পার্কের থিমটা আমাকে ছুঁয়ে গিয়েছে', মহাষ্টমীতে কেন এমন কথা বললেন প্রসেনজিৎ?